মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে যা বলছে বিজিএমইএ *** সাবেক ৮ সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল *** তীব্র গরমে গ্রিসে বন্ধ হলো অ্যাক্রোপলিস, সতর্কতা ইউরোপজুড়ে *** কুশলের সেঞ্চুরি, বাংলাদেশের সামনে লক্ষ্য ২৮৬ *** এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার *** ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরলেন ৩২ নাগরিক *** ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান *** ব্রাজিল বিশ্বকাপে খেলার যে সমীকরণ বাংলাদেশের সামনে *** ইংল্যান্ডে দরিদ্র এলাকার শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করছে *** যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান

গৌরীকে কী বিয়ে করেছেন আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবার প্রেমে পড়েন আমির খান। বছরের শুরুতে ৬০তম জন্মদিনে নতুন বান্ধবী গৌরীকে পরিচয় করিয়ে দেন তিনি। সম্প্রতি গৌরীকে বিয়ের পরিকল্পনা সম্পর্কেও কথা বলেছেন আমির। খবর ইন্ডিয়া টুডের।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্কের গভীরতা এবং প্রেমিকাকে বিয়ের বিষয়ে কথা বলেছেন আমির। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘গৌরী ও আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস। সেই সঙ্গে আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি। বলা চলে, আমরা পার্টনার। আমরা একসঙ্গে আছি। বিয়ে এমন একটি জিনিস, মানে, আমি মনে মনে ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেব কী না, সেটা আমি সিদ্ধান্ত নেব।’

গত মার্চ মাসে আমির জানিয়েছেন, তিনি ও গৌরী ২৫ বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সময়ে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এরপর কোনো যোগাযোগ ছিল না। ১৮ মাস আগে তারা ফের ডেটিং শুরু করেন। গৌরী বেঙ্গালুরুর মেয়ে, বয়স ৪৬ বছর। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির কিছুদিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তারা।

১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সন্তান জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তারা আলাদা হয়ে যান।

আমির খানকে সম্প্রতি ‘সিতারে জামিন পার’ ছবিতে দেখা গেছে। এখানে তিনি বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া পরবর্তীতে রজনীকান্তের ‘কুলি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ছবিটির আগামী ১৪ই আগস্ট সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জে.এস/

আমির খান বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন