বুধবার, ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে আজ দুই দেশের প্রতিনিধিদের বৈঠক *** সামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, স্বীকার করল ইসরায়েল *** হাইকোর্টের ক্ষমতা দেশবাসী জেনেছে ল রিপোর্টিংয়ের মাধ্যমে: অ্যাটর্নি জেনারেল *** তবে কী শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ট্রাম্প *** ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে যা বলছে বিজিএমইএ *** সাবেক ৮ সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল *** তীব্র গরমে গ্রিসে বন্ধ হলো অ্যাক্রোপলিস, সতর্কতা ইউরোপজুড়ে *** কুশলের সেঞ্চুরি, বাংলাদেশের সামনে লক্ষ্য ২৮৬ *** এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার *** ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরলেন ৩২ নাগরিক

তবে কী শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

নোবেল শান্তি পুরস্কার এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠতে পারে কী না— তা নিয়ে আলোচনার ঝড় বইছে আন্তর্জাতিক অঙ্গনে। সর্বশেষ গতকাল সোমবার (৭ই জুলাই) আমেরিকায় ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে আনুষ্ঠানিকভাবে শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছেন। ফোর্বস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদান ব্যতিক্রমধর্মী ও দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি মূলত ট্রাম্পের সময় হওয়া আব্রাহাম চুক্তি’র কথা তুলে ধরেন, যার মাধ্যমে ইসরায়েল ও আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।

রিপাবলিকান কংগ্রেসম্যান বাডি কার্টারও ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলার প্রেক্ষাপটে কার্টার বলেন, ‘ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস পৃষ্ঠপোষক রাষ্ট্রকে ভয়ংকর অস্ত্র পাওয়া থেকে বিরত রেখেছেন।’ তবে হামলার প্রকৃত ক্ষতি কতটা হয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

ট্রাম্প নিজেও এ পুরস্কার পাওয়ার আগ্রহ গোপন করেননি। সম্প্রতি ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমি যা-ই করি না কেন, আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে না।’ পূর্বে ভারত-পাকিস্তান উত্তেজনা কমানো, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনার উদ্যোগ এবং সার্বিয়া–কসোভোর মধ্যে অর্থনৈতিক চুক্তির মধ্যস্থতা করাসহ একাধিক কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি।

২০২৪ সালে ইউক্রেনের এমপি ওলেক্সান্ডার মেরেজকো ট্রাম্পকে মনোনয়ন দিলেও সম্প্রতি তা প্রত্যাহার করে নেন। তিনি বলেন, ট্রাম্প এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আগ্রহ হারিয়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশি মনোযোগ দিচ্ছেন। অন্যদিকে, পাকিস্তান ২০২৬ সালের শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছে, ভারত-পাকিস্তান বিরোধ প্রশমনে ভূমিকার জন্য।

নরওয়েজিয়ান নোবেল কমিটি প্রতি বছর শান্তি পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে। চলতি বছর ২৪৪ ব্যক্তি ও ৯৪ সংস্থাসহ মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে। ২০২৫ সালের বিজয়ী ঘোষণা হবে আগামী ১০ই অক্টোবর এবং পুরস্কার প্রদান হবে ১০ই ডিসেম্বর।

এখন পর্যন্ত আমেরিকার চার প্রেসিডেন্ট এ পুরস্কার পেয়েছেন- থিওডোর রুজভেল্ট (১৯০৬), উড্রো উইলসন (১৯১৯), জিমি কার্টার (২০০২) ও বারাক ওবামা (২০০৯)। ট্রাম্প পুরস্কার পেলে তিনিই হবেন পঞ্চম আমেরিকান প্রেসিডেন্ট এবং প্রথম রিপাবলিকান, যিনি সাম্প্রতিক দশকে শান্তির জন্য এ সম্মান অর্জন করবেন।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন