ছবি: সংগৃহীত
তাপপ্রবাহের কারণে গ্রিসের প্রাচীন ঐতিহ্যবাহী স্থান অ্যাক্রোপলিস আজ মঙ্গলবার (৮ই জুলাই) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থী ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রিসের এথেন্স শহরে আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। দেশটির কিছু অঞ্চলে এটি ৪২ ডিগ্রি পর্যন্তও উঠতে পারে। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষ অ্যাক্রোপলিস পরিদর্শন করেছেন। গত বছরের জুন ও জুলাই মাসেও চরম গরমে এ স্থানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। চলমান তাপপ্রবাহের কারণে গ্রিসের শ্রম মন্ত্রণালয় কিছু অঞ্চলে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা আকাশের নিচে শারীরিক শ্রম নিষিদ্ধ করেছে।
আগামীকাল বুধবার (৯ই জুলাই) পর্যন্ত চলবে এ দাবদাহ। আর তাপমাত্রা বাড়তে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর সঙ্গে পাঁচ মাত্রার (সবচেয়ে বেশি) অগ্নিকাণ্ড সতর্কতা জারি করা হয়েছে অ্যাটিকা, গ্রিসের মধ্যাঞ্চল, পেলোপনেস ও থেসালি অঞ্চলে। বেশ কয়েকটি অঞ্চলে রয়েছে চার মাত্রার সতর্কতা।
দাবদাহের কারণে গতকাল সোমবার গ্রিসে ৪১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪টি দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও ৭টি আগুন এখনো জ্বলছে। নাগরিক সুরক্ষা বিভাগ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জরুরি সেবাগুলো প্রস্তুত রয়েছে।
এদিকে ইউরোপজুড়ে দাবদাহের ফলে ফ্রান্স, স্পেন এবং অন্যান্য দেশেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ছে। স্পেনের কাতালোনিয়ায় ১৮ হাজার মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, তাড়াগোনা প্রদেশে ৩ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়েছে। ফ্রান্সের নারবোন শহরের কাছে ১ হাজারের বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, বন্ধ হয়ে গেছে ফ্রান্স-স্পেন মহাসড়ক।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তসরকার সংস্থা (আইপিসিসি) জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হবে।
খবরটি শেয়ার করুন