মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ *** ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: জয়শঙ্কর *** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

‘দশম অবতার’ সিনেমায় প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবারের দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’। সিনেমাটিতে মনোবিদের চরিত্রের অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটি মুক্তির পর বাংলাদেশি অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।

আরো পড়ুন : বিবাদ মিটিয়ে সালমানের ছবিতে অরিজিতের গান

‘দশম অবতার’ তারকাবহুল সিনেমা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও ছবিটিতে আছেন অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তর মতো অভিনয়শিল্পীরা। ছবিটিতে একমাত্র গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া। তবে এত তারকার ভিড়ে তিনি ঠিকই নিজের জাত চিনিয়েছেন বলে মন্তব্য করেছে আনন্দবাজার পত্রিকা। 

সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে ‘দশম অবতার’-এর জয়া সম্পর্কে বলা হয়েছে, জয়া আহসান ছবির একমাত্র নারী চরিত্র। তাঁর কাজটা বোধ হয় সবচেয়ে কঠিন ছিল। প্রবীর আর পোদ্দারের যুগলবন্দী দেখতেই ব্যস্ত দর্শক। তাদের সংলাপে একের পর এক বাউন্ডারি। তার মধ্যে পরিচালক চিত্রনাট্যে আগের ছবিগুলোর অনেক রেফারেন্স ঢুকিয়েছেন। 


একটা ধরতে না ধরতেই পরিচালকের অন্য বাউন্সার তৈরি। সেসব থেকে ফুরসত পেলে যীশুর কাণ্ডকারখানা ব্যস্ত রাখবে দর্শককে। এত কিছুর মধ্যে জায়গা করে নিতে হয়েছে জয়াকে এবং তিনি সেটা দিব্যি পেরেছেন। এক ইঞ্চিও নিজের জমি ছাড়েননি। দর্শক যাতে হল থেকে বেরিয়ে তাঁকে মনে রাখেন, তা নিশ্চিত করেছেন জয়া।’

সংবাদ প্রতিদিন পত্রিকার প্রিন্ট সংস্করণে জয়া অভিনীত ‘মৈত্রেয়ী’ চরিত্রটি সম্পর্কে বলা হয়েছে, ‘জয়া হলেন তিনজন পুরুষ চরিত্রের মধ্যে “ব্রিজ ওভার ট্রাবলড ওয়াটার” গানটার মতো। কিন্তু এই সেতু চুরমার করে দেওয়ার ক্ষমতাও তাঁরই হাতে। শুরু থেকে তাঁর অভিনয়ে রয়েছে ডুয়ালিটি। কখনো তিনি নড়বড়ে, কখনো সর্পিল বিদ্যুল্লতা, কখনো বিসর্জনের মতো করুণ।’

অন্যদিকে হিন্দুস্তান টাইমস বাংলা লিখেছে, ‘সিরিয়াল কিলার-পুলিশ আর রক্তের গন্ধ মেশা এই খেলায় “পেলব” সুর হয়ে ধরা দিয়েছেন জয়া।’ পশ্চিমবঙ্গের আরেকটি গণমাধ্যম এই সময় তো সিনেমায় জয়া আহসানের পারফরম্যান্সকে তুলনা করেছে সাবেক অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান মাইকেল বেভানের সঙ্গে।


জয়া সম্পর্কে পত্রিকাটি আরো লিখেছে, ‘“দশম অবতার”-এর মাইকেল বেভান জয়া আহসান। পন্টিংদের খারাপ দিনে বেভান যেভাবে একা লড়ে যেতেন, এই ছবিতে জয়াও তাই। জয়ার অভিনয় দশম অবতার-এর ওপর বিশ্বাস দৃঢ় করে।’

এছাড়া টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণ, ইউটিউব চ্যানেল ফিল্ম কম্পানিয়ন লোকালেও জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করা হয়েছে।

এস/ আই.কে.জে

অভিনেত্রী জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন