মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

অপুর কণ্ঠে নচিকেতার গান, নতুন গানে ইমরান-কনা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

(বাঁ থেকে) ইমরান, কনা ও অপু। ছবি: সংগৃহীত

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।

‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ফেরদৌসের লিপে প্রতিটি গানই গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। বিভিন্ন গানে আরও কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, শিখা বসু ও স্বস্তিকা মিত্র। ২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে রিমেক হচ্ছে সিনেমাটি। এমন ঘোষণার পর অনেকের মনে প্রশ্ন জেগেছিল, হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও কি রিমেক হচ্ছে? 

অবশেষে জানা গেল সেই উত্তর। সিনেমায় ব্যবহৃত ছয়টি গানের তিনটি গানের রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান। এমনটাই জানালেন আবার হঠাৎ বৃষ্টি সিনেমার পরিচালক কামরুজ্জামান।

কামরুজ্জামান জানান, হঠাৎ বৃষ্টি সিনেমার তিনটি গানের রিমেক হচ্ছে। সঙ্গে থাকছে নতুন দুটি গান। নচিকেতার গাওয়া ছোট ছোট স্বপ্নের নীল ও সোনালি প্রান্তরে গান দুটি এবার শোনা যাবে ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী অপু আমানের একক কণ্ঠে। একদিন স্বপ্নের দিন গানটি অপু আমানের সঙ্গে গেয়েছেন অনুপমা মুক্তি। গানের কথা ও সুর একই রেখে নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘একটি গল্প অল্প অল্প’ শিরোনামের নতুন গানে পাওয়া যাবে ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনাকে।

সম্প্রতি মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তারা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন সাহা। নতুন অন্য গানটি এখনও চূড়ান্ত করা যায়নি।

পরিচালক কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি একটি আইকনিক সিনেমা। এর গানগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। তাই দুটি নতুন গানের পাশাপাশি তিনটি পুরোনো গান রাখা হয়েছে। নতুন সংগীতায়োজনে গানগুলো খুব ভালো গেয়েছেন অপু ও অনুপমা।'

বাসুদেব চ্যাটার্জ্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের; বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। এবারও দেখা যাবে নতুন এক জুটিকে। অভিনয় করেছেন আরিয়ান সরোয়ার ও রাদিফা। নতুন এই জুটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘আরিয়ান ও রাদিফা খুব ভালো করছে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। দর্শক তাদের আপন করে নিলেই আমাদের চেষ্টা সফল হবে। ব্যক্তিগতভাবে আশা করছি, বাংলা সিনেমা নতুন দুই অভিনয়শিল্পী পেতে যাচ্ছে।’

জে.এস/

সিনেমা সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন