মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের বিচ্ছিন্ন পুত্র রাজপুত্র ভাচারাসর্ন বিবাচারাওংস সোমবার (২৮শে জুলাই) তার পিতার জন্মদিন উপলক্ষে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সম্প্রতি ব্যাংককে বৌদ্ধ সন্ন্যাস হিসেবে দীক্ষা নিয়ে সংবাদ শিরোনামে আসেন ৪৩ বছর বয়সী এই রাজপুত্র। খবর হিন্দুস্তান টাইমসের।

পিতার জন্মদিন উপলক্ষে ছোটবেলায় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ভাচারাসর্ন। ছবিটিতে দেখা যায়—তিনি তার পিতার হাত ধরে আছেন। ইনস্টাগ্রাম পোস্টে রাজাকে উদ্দেশ্য করে থাই ভাষায় তিনি লিখেছেন—‘আমি বিনীতভাবে আমার শুভকামনা জানাই। রাজা যেন দীর্ঘজীবী হন। শুভ জন্মদিন, প্রিয় পিতা।’

রাজা মহা ভাজিরালংকর্ণ তার সাবেক স্ত্রী সুজারিনি বিবাচারাওংসের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। বহু বছর আগে রাজপুত্র ভাচারাসর্ন ও তার তিন ভাইকে মায়ের সঙ্গে রাজপরিবারের পদবি ও মর্যাদা থেকে বঞ্চিত করে নির্বাসনে পাঠানো হয়েছিল। পরে তারা আমেরিকায় বড় হয়েছেন।

অনেকে মনে করেন, সম্প্রতি ভাচারাসর্নের দেশে ফেরা ও বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ তার পিতার অনুগ্রহ পাওয়ার একটি প্রচেষ্টা হতে পারে। থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ণ বর্তমানে ৭২ বছর বয়সী। তিনি চারবার বিয়ে করেছেন। বর্তমানে তার এক রানি ও এক রাজ সঙ্গিনী রয়েছেন—যা রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ককে জটিল করে তুলেছে এবং সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নবিদ্ধ করেছে।

এদিকে সব রানি মিলিয়ে রাজা মহা ভাজিরালংকর্ণের মোট পাঁচ পুত্র ও দুই কন্যা রয়েছে। দেশটির উত্তরাধিকার আইন অনুযায়ী, শুধু পুত্ররাই সিংহাসনের উত্তরসূরি হতে পারেন। এই হিসেবে তার একমাত্র সরকারি স্বীকৃত পুত্র রাজপুত্র দিপাংকর্ণ থাই সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। তবে ধারণা করা হয়, রাজপুত্র দিপাংকর্ণ একটি বিকাশজনিত সমস্যায় ভুগছেন, যা তাকে রাজত্বের জন্য অযোগ্য করে তুলতে পারে।

এদিকে রাজার জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী বাজরাকিতিয়াভাও সিংহাসনের উত্তরাধিকারী হতে পারেন যদি রাজা উত্তরাধিকারের আইন পরিবর্তন করে নারী উত্তরসূরিকে অনুমোদন দেন। কিন্তু সেই রাজকুমারী ২০২২ সাল থেকে কোমায় আছেন এবং তার অবস্থার বিষয়ে তেমন কিছু জানা যায় না।

এই প্রেক্ষাপটে ভাচারাসর্নের দেশে ফেরা, সন্ন্যাস গ্রহণ এবং পিতাকে জন্মদিনে আবেগভরা শুভেচ্ছা—সব মিলিয়ে অনেকে মনে করছেন, তিনি হয়তো রাজপরিবারে পুনর্বাসনের পথে রয়েছেন।

ভাজিরালংকর্ণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন