ছবি: সংগৃহীত
শর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার (২৬শে জুলাই) শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে দ্রুত নিয়মনীতি প্রণয়নের কথা জানান শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা।
উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় বর্তমানে তিনটি শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২। প্রায় প্রতিদিন লাইট, ক্যামেরা আর নির্মাতা-অভিনেতাদের উপস্থিতিতে মুখর থাকে শুটিং হাউসগুলো। সম্প্রতি সেখানে গভীর রাতে শুটিং হয় একটি মিছিলের দৃশ্যের। হাতে মশাল, মুখে বিপ্লবী স্লোগানে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। অনেকে ঘাবড়ে যান। পরে তারা জানতে পারেন, এটি শুটিংয়ের দৃশ্য। এরপরই নড়েচড়ে বসে উত্তরার ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। ২০শে জুলাই শুটিং বন্ধের নির্দেশনা দিয়ে নোটিশ জারি করা হয়।
কল্যাণ সমিতির এমন পদক্ষেপের প্রতিবাদ ও নিন্দা জানান নির্মাতা এবং অভিনয়শিল্পীরা। নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়েছিল, সমস্যার সমাধানে আলোচনায় বসবে তারা। গত শনিবার সন্ধ্যায় উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অফিসে এক সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন