মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিটের দাম কত?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে স্পেনের লা লিগা, ইতালির সিরি-আ, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে। জার্মানি ও ফ্রান্সে চলছে শেষ মুহূর্তের লড়াই। তবে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে বসে আছে ইউরোপ সেরার ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের দেখতে। ১০ জুন তুরস্কের ইস্তানবুল শহরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান।

এর আগে ইস্তানবুল শহরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উয়েফা একবারই আয়োজন করেছিল। ২০০৫ সালের ২৫ মে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ক্লাবসেরার মুকুটের লড়াইয়ে নেমেছিল ইংলিশ (লিভারপুল) ও ইতালিয়ান ক্লাব (এসি মিলান)। একই ভেন্যুতে এবারও ইংলিশ-ইতালিয়ান ক্লাবের লড়াই, লড়বে ম্যানচেস্টার সিটি আর ইন্টার মিলান।

ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য টিকিট ছেড়েছে উয়েফা। ২০০৫ চ্যাম্পিয়ন্স লিগে যেখানে ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৭৫ হাজার। তবে উয়েফা সব মিলিয়ে ৭২ হাজার টিকিট ছাড়বে। তবে সব টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়বে না উয়েফা। ফাইনালে উঠা দুই দল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান সমান ২০ হাজার করে মোট ৪০ হাজার টিকিট পাবে। এই টিকিট ক্লাব কতৃপক্ষ যে কাউকে দিতে পারবে, বিশেষ করে সমর্থকেরাই অগ্রাধিকার ভিত্তিতে পেয়ে থাকেন। এছাড়া বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন, স্থানীয় আয়োজক ও বাসিন্দা, লটারির মাধ্যমে সাধারণ ফুটবলপ্রেমী, পৃষ্ঠপোষক, বাণিজ্যিক অংশীদার ও সম্প্রচারকারী চ্যানেলরাও টিকিট পেয়ে থাকেন।

সিটি ও ইন্টারকে ৪০ হাজার টিকিট দিলে বাকি থাকবে ৩২ হাজার টিকিট। এর মধ্যে মাত্র ৭৫০০ টিকিট অনলাইনে দেওয়া হবে। উয়েফার ওয়েবসাইটে গিয়ে ফাইনালের টিকিটের জন্য নিবন্ধন ও আবেদন করতে হবে। লটারিতে জয়ীরা পাবেন ফাইনালের টিকিট। বাকি ২৪৫০০ টিকিট পাবে উয়েফা, জাতীয় ফুটবল ফেডারেশন, স্থানীয় আয়োজক ও বাসিন্দা, পৃষ্ঠপোষক, বাণিজ্যিক অংশীদার ও সম্প্রচারকারী চ্যানেল।

আরো পড়ুন: রাতে মাঠে নামছে ব্রাজিল

উয়েফার ওয়েবসাইট থেকে জানা গেছে, ফাইনালের জন্য তারা চার ক্যাটাগরির টিকিট ছেড়েছে। সবচেয়ে কম দামি একেকটি টিকিটের মূল্য ৭০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৮১০৪ টাকা। দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম ১৮০ ইউরো বা ২০৮৪০ টাকা। তৃতীয় ক্যাটাগরির টিকিট কিনতে হবে ৪৯০ ইউরো বা ৫৬ হাজার ৭৩০ টাকা দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সবচেয়ে দামি চতুর্থ ক্যাটাগরির টিকিটের মূল্য ৬৯০ ইউরো বা ৭৯৮৮৫ টাকা।

এম/

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250