বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

খোকন কুমার রায়ের কবিতা- ফণা : আবৃতি- শিমুল মুস্তাফা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

সময়ের অন্যতম সেরা কবি খোকন কুমার রায় বাস্তবতার নিরিখে বেশ কিছু কবিতা লিখেছেন, যেগুলো ইতিহাস, সামাজিক প্রেক্ষাপট ও রাজনৈতিক গতি-প্রকৃতিকে সুচারুভাবে তুলে ধরেছে। এমনই একটি কবিতা ‘ফনা’।

যেখানে তিনি বলেছেন- জনপদ ছেয়ে গেছে বিষাক্ত সাপে/ নিঃশ্বাস নেয়া দায় এই বিষবাষ্পে/ আমার পতাকার লালবৃত্ত/ ক্রমশ ঢেকে যাচ্ছে কালো ছায়ায়।

কবিতাটি আবৃতি করেছেন বিখ্যাত আবৃতি শিল্পী শিমুল মুস্তাফা। পুরো কবিতাটি পাঠকদের জন্য নিচে দেয়া হলো।

আবৃতিটি শুনতে এখানে ক্লিক করুন।

খোকন কুমার রায়ের কবিতা- ফণা : আবৃতি- শিমুল মুস্তাফা

ফণা

খোকন কুমার রায়

কালো সাপ অনেক বড় হয়ে গেছে,

ফনা তুলে নিঃশ্বাস ছাড়ে মাথার উপরে।

বংশ বৃদ্ধিতেও বেশ বাড়ন্ত!

শৈশব থেকেই দেখে আসছি

তখন এতটা ফুসফাস করতো না,

সংখ্যায়ও ছিলো কম।

আর এখন, ভয়ঙ্কর বিষদাঁত গজিয়েছে

শুধু ফুসফাসই করে না

যখন তখন ছোবল মারে

বাঙালির গায়ে।

দেশী-বিদেশী দুধ কলায় পুষ্ট হয়ে

নখ-দন্ত, গোষ্ঠী এখন বেশ শক্তিশালী

রকম সকম, ভাবভঙ্গি  ভালো ঠেকছে না!

উদ্ধত আচরণ তবু  যায় না কিছু বলা

আতঙ্কে আড়ষ্ট আমার স্বাধীন পথচলা।

জনপদ ছেয়ে গেছে বিষাক্ত সাপে

নিঃশ্বাস নেয়া দায় এই বিষবাষ্পে।

আমার পতাকার লালবৃত্ত

ক্রমশ ঢেকে যাচ্ছে কালো ছায়ায়।

কালো সাপ পেঁচিয়েছে রাষ্ট্রের গলা,

প্রহারে ছাড়াও ফাঁস, না দেখিয়ে কলা।

জাতির পরিচয় বদলাতে চায়,

ঐ কালো সম্প্রদায়

কী করে হবে বিনাশ, খোঁজো সে উপায়।

ওঙ্কারে হুঙ্কারে ভয়ে থাকি বাপুরে

ভাঙবে বিষদাঁত বল কোন সাপুড়ে?

খোকন কুমার রায় কবিতা ফণা আবৃতি শিমুল মুস্তাফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন