ছবি: সংগৃহীত
ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরই নতুন সম্পর্কে জড়িয়েছেন আমেরিকান অভিনেত্রী জেসিকা আলবা। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে। নতুন প্রেমিক ও অভিনেতা ড্যানি রামিরেজের সঙ্গে এ অভিনেত্রীর ঘনিষ্ঠতাও এখন প্রকাশ্যে।
সম্প্রতি একটি পার্কিং এলাকায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাদেরকে একে অপরের হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে। তখন তারা দুজনই আরামদায়ক, নৈমিত্তিক পোশাকে ছিলেন। রামিরেজের গায়ে ছিল কালো টি-শার্ট, ধূসর সোয়েটপ্যান্ট এবং চোখে চশমা। অন্যদিকে, আলবার পরনে ছিল একটি কালো ক্রপ টপ, কালো জ্যাকেট এবং কাঁধে একটি কালো হ্যান্ডব্যাগ।
এই ঘটনার মাত্র দুইদিন আগে, লস অ্যাঞ্জেলেসে একটি ডিনার পার্টির পর আলবা ও রামিরেজকে গাড়ির ভেতরে একসঙ্গে হাসতে হাসতে সময় কাটাতে দেখা গেছে। ‘পিপল’-এর প্রতিবেদনে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘তাদের সম্পর্ক এখনো খুব নতুন, তবে তারা একসঙ্গে সময় উপভোগ করছেন।
এর আগে এই যুগলকে মেক্সিকোর কানকুনে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। সংবাদমাধ্যম ‘টিএমজেড’ সে সময় তাদের একটি ফ্লাইটে একসঙ্গে উঠার ছবিও প্রকাশ করেছিল। এ সম্পর্কে আলবার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আলবা রামিরেজের থেকে অনেক বেশি মনোযোগ পাচ্ছেন।
জানা গেছে, আলবা গত ফেব্রুয়ারিতে ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যেখানে কারণ হিসেবে ‘অমীমাংসিত পার্থক্য’ উল্লেখ করা হয়। সঙ্গে তাদের তিন সন্তান- অনার (১৭), হ্যাভেন (১৩) ও হেইস (৭)-এর যৌথভাবে দেখভালের জন্য আবেদন করেন এ অভিনেত্রী। এছাড়াও আদালতে নিজের আইনগত নাম ‘জেসিকা মেরি আলবা’ বহাল রাখারও অনুরোধ জানান।
জে.এস/
খবরটি শেয়ার করুন