বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়াই প্রেস কাউন্সিলের নতুন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। একই সঙ্গে তিনি তথ্য মন্ত্রণালয়ের কাছে তার নাম প্রেস কাউন্সিলের তালিকা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। আজ মঙ্গলবার (২৯শে জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ময় প্রকাশ ও অনুরোধ জানান।

ওই পোস্টে নুরুল কবির বলেন, ‘আমাকে হতবাক করে দিয়ে আজ সরকারের তথ্য মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছে, যেখানে আমাকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে— তাও আবার নামের বানান ভুল করেছে।’

তিনি আরও জানান, আগে একাধিকবার সরকার তাকে প্রেস কাউন্সিলে যুক্ত হওয়ার অনুরোধ করলেও তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। কিন্তু এবারে কেউ তার অনুমতি তো নেননি, এমনকি যোগাযোগের প্রয়োজনীয়তাও মনে করেননি।

নূরুল কবির বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যদি এমন কেউ থেকে থাকেন, অনুরোধ জানাই, আমার নাম তালিকা থেকে প্রত্যাহার করার জন্য।

তবে এ বিষয়ে এখনো তথ্য মন্ত্রণালয় বা প্রেস কাউন্সিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করে তথ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন কমিটিতে বিভিন্ন মহলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে নুরুল কবিরের নামও ছিল।

নূরুল কবীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন