বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

ওমরাহ করতে বিদেশি বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি নাগরিকরা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিদেশি বন্ধুদের ব্যক্তিগত ভিজিট ভিসায় ওমরাহ পালনের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি আরবের নাগরিকরা। গত বৃহস্পতিবার (২০ জুলাই) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

নতুন এ ভিসার সুবিধা প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, এই ভিসার চারটি সুবিধা রয়েছে। প্রথমত, তা একক প্রবেশ বা একাধিক প্রবেশের সুবিধাসংবলিত ভিসা হতে পারে।

দ্বিতীয়ত, ভিসাধারীরা ওমরাহ করতে পারবেন এবং মদিনায় মসজিদ-ই-নববীতে যেতে পারবেন। এ ছাড়া তাঁরা সৌদি আরবের আশপাশের সব অঞ্চল ও শহর ভ্রমণ করতে পারবেন। এর সর্বশেষ সুবিধা হলো, এই ভিসাধারীরা সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও প্রধান শহরগুলো পরিদর্শনের সুযোগ পাবেন। দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিঙ্গল এন্ট্রি ভিসার মেয়াদকাল অবস্থানের সময়সহ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকবে।

আর মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ প্রতিটি ভিজিটে ৯০ দিন অবস্থানের মেয়াদসহ ৩৬৫ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফরমের মাধ্যমে ব্যক্তিগত ভিসার জন্য আবেদন করা যাবে।

পবিত্র হজের আনুষ্ঠানিকতার কারণে গত ১৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ওমরাহ যাত্রীদের আগমন স্থগিত রেখেছিল সৌদি আরব। এরপর গত ১১ জুলাই থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ৯০ দিন মেয়াদি ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব।

আরো পড়ুন: হিজরি নববর্ষে মসজিদুল হারামে নতুন মিম্বার

গত ১৯ জুলাই থেকে বিদেশি ওমরাহ যাত্রীদের আগমন চালু করা হয়।

গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত পবিত্র হজে বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে ১৮ লাখের বেশি হজযাত্রী অংশ নেন। হজের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরে যান হজযাত্রীরা। যাঁরা হজের আগে মদিনায় যাননি, তাঁরা এখন মদিনায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করছেন। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন পবিত্র হজ পালন করেন।

তথ্যসূত্র : সৌদি গেজেট

এম এইচ ডি/

ওমরাহ হজরত মুহাম্মদ (সা.) মসজিদ-ই-নববী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন