বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

রুশ বিদ্রোহ

এখন কী করবেন ভাগনার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন - ছবি: সংগৃহীত

উত্তেজনাপূর্ণ একটি দিনের পর রুশ সরকার ও ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের মধ্যে সমঝোতা হয়েছে। ক্রেমলিন প্রশাসন ইতিমধ্যে বলে দিয়েছে, ভাগনার যোদ্ধারা ঘাঁটিতে ফিরে যেতে পারবেন। তাঁদের বিচারের মুখোমুখি করা হবে না। তবে আসলেই কি ভাগনার আগের অবস্থানে ফিরতে পারবে? বিবিসির পূর্বাঞ্চলীয় ইউরোপের প্রতিনিধি মনে করেন, এমন কিছু হওয়ার সম্ভাবনা কম।

গতকাল শনিবার ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁর বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। রাশিয়ার কয়েকটি শহর ও সামরিক স্থাপনার দখলও নেন। পরে বেলারুশের মধ্যস্থতায় সেই অভিযান বন্ধে রাজি হন তিনি।


ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন - ছবি: সংগৃহীত

ইতিমধ্যে ক্রেমলিন বলেছে, বিদ্রোহে শামিল হওয়া সব ভাগনার সেনার বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলো তুলে নেওয়া হচ্ছে। ভাগনারের যেসব সদস্য এ বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন না, তাঁরা আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে পারবেন।

তবে বিবিসির পূর্বাঞ্চলীয় ইউরোপের প্রতিনিধি সারাহ রেইন্সফোর্ড মনে করেন, বিদ্রোহে জড়িত ভাগনার সেনাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তুলে নেওয়ার আশ্বাসটি বিশ্বাস করা কঠিন। কারণ, পুতিন বিশ্বাসঘাতকতা পছন্দ করেন না। তিনি একে ভীষণ ঘৃণা করেন।

তা ছাড়া ভাগনার গ্রুপকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। আর তা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি আর স্বাধীনভাবে কার্যক্রম চালাতে পারবে না। তাদের জন্য অর্থায়নও বন্ধ হয়ে যাবে।

এমনিতেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিনের দ্বন্দ্ব চলছিল। তিনি চাননি তাঁর বাহিনীর যোদ্ধাদের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে একীভূত করা হোক। বিবিসির পূর্বাঞ্চলীয় ইউরোপের প্রতিনিধি সারাহ রেইন্সফোর্ড মনে করেন, এ নিয়ে ক্ষুব্ধ হয়েই প্রিগোশিন এমন বিদ্রোহী কর্মকাণ্ড করেছেন।

ভাগনারের যোদ্ধারা এখন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হবেন কি না, তা এখনো বোঝা যাচ্ছে না।

আরো পড়ুন: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’ মিশরীয় তরুণীর গানে বিস্মিত নরেন্দ্র মোদি

রেইন্সফোর্ড মনে করেন, পুতিনের কাজও এখনো শেষ হয়নি। আপাতত সংকট মোকাবিলা করা গেলেও পুরোপুরিভাবে এর থেকে নিস্তার মিলেছে, তা বলা যাচ্ছে না।

সূত্র: বিবিসি

এম/


ভাগনার ইয়েভগেনি প্রিগোশিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন