শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

মেলানিয়া পুতিনকে পছন্দ করে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

২০১৮ সালের ১৬ই জুলাই ফিনল্যান্ডের হেলসিংকিতে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের এক সাক্ষাতে উপস্থিত ছিলেন মেলানিয়াও। ছবি: সংগৃহীত

ইউক্রেন সংকট ঘিরে সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, তার স্ত্রী ও আমেরিকান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন।

‘পড ফোর্স ওয়ান’ নামের পডকাস্টে তিনি এ কথা বলেন। এ সময় ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে হতাশাও প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, মস্কো আলোচনায় বসতে আগ্রহী হলেও তারা দাবি করছে, এই সংকটের মূল কারণগুলো আলোচনার টেবিলে আনতেই হবে।

পড ফোর্স ওয়ান পডকাস্টে ট্রাম্প বলেন, ‘আমরা পুতিনকে চিনি এবং মেলানিয়া তাকে পছন্দ করে।’ তিনি আরও যোগ করেন, ‘আমারও ওনার (পুতিনের) সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।’

তবে ট্রাম্প উল্লেখ করেন, পুতিনের সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনের পর মেলানিয়া মন্তব্য করেছেন, ‘খারাপ লাগছে, তারা আবার কিয়েভে বোমা ফেলল।’ ট্রাম্প জানিয়েছেন, তার স্ত্রী শুধু রক্তপাত বন্ধ হোক, এটাই চান।

চলতি বছর দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বারবার জানিয়েছেন, তিনি রাশিয়া এবং পুতিন—উভয়ের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চান। তবে সাম্প্রতিক সময়ে তিনি শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির অভাবে বিরক্তি প্রকাশ করেছেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি মস্কো ও কিয়েভকে শান্তিচুক্তিতে পৌঁছাতে সম্প্রতি ৫০ দিনের যে সময়সীমা দিয়েছিলেন, তা কমিয়ে ১০ দিনে এনেছেন।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সময়মতো সমাধান না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। তবে রুশ কর্তৃপক্ষ আমেরিকার প্রেসিডেন্টের এই হুমকি প্রত্যাখ্যান করেছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন