মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ইনস্টাগ্রামে প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীরাও এতে সক্রিয় হয়ে উঠেছে। নানা কৌশল অবলম্বন করে তারা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রতারিত করার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমনকি কখনো কখনো ব্যক্তিগত তথ্যও চুরি করা হচ্ছে, যা পরবর্তী সময়ে ব্ল্যাকমেল করতে ব্যবহার করা হচ্ছে।

যেভাবে ইনস্টাগ্রামে অনলাইন প্রতারণা হচ্ছে, তার কিছু নমুনা দেখে নেওয়া যাক। এসব তৎপরতা সম্পর্কে জানা থাকলে ব্যবহারকারীরা অনলাইন প্রতারণা এড়িয়ে চলতে পারবেন।

ভুয়া প্রতিযোগিতা ও বিনা মূল্যে পণ্য প্রদান

সাইবার অপরাধীরা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের ভুয়া প্রতিযোগিতার আয়োজন করছে। এসব প্রতিযোগিতায় অংশ নিতে ব্যক্তিগত তথ্যও দিতে হচ্ছে, যা সংগ্রহ করে সংরক্ষণ করছে হ্যাকাররা। এমনকি দামি পণ্য বা যন্ত্র বিনা মূল্যে প্রদান এবং বড় অঙ্কের অর্থ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এ জন্য এসব প্রতিযোগিতা এবং বিনা মূল্যে পণ্য প্রদান ও টাকা দেওয়ার বিষয়টি যাচাই করতে হবে।

আরও পড়ুন: হাতের আঙুলের থেকেও ছোট এই ফোন

অ্যাকাউন্ট নকল করে প্রতারণা

নামকরা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নকল করে কিংবা পরিচিত কারও অ্যাকাউন্ট নকল করে সাইবার অপরাধ চালাচ্ছে অপরাধীরা। এমনকি অনলাইনে নকল ও ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করে প্রতারণা করা হচ্ছে।

ফিশিং হামলা

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মেসেজ বক্সে বা পোস্টের কমেন্ট বক্সে ম্যালওয়্যার যুক্ত লিংক দিয়ে ফিশিং হামলা চালানো হচ্ছে। তাই যেকোনো লিংকে ক্লিক করার আগে লিংকের ওপর মাউস রেখে ওয়েব ঠিকানা (ইউআরএল) দেখে নিতে হবে।

বিনিয়োগ করে বড় অঙ্কের অর্থপ্রাপ্তির প্রতারণা

বিভিন্ন ধরনের বিনিয়োগ কৌশলের প্রস্তাব ইনস্টাগ্রামে দেওয়া হচ্ছে। এসব বিনিয়োগে খুব দ্রুত বেশি লাভে অর্থপ্রাপ্তির প্রলোভন দেখানো হচ্ছে। এ ধরনের বিনিয়োগ প্রচারাভিযান থেকে সাবধান থাকতে হবে।

এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সতর্কতা অবলম্বন করতে হবে। অনলাইনে ও অপরিচিত কাউকেই ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। যেকোনো লিংকে ক্লিক করার আগে ইউআরএল যাচাই করতে হবে। কারও সঙ্গে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। অনলাইনে অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব তৈরির আগে অ্যাকাউন্টটি যাচাই করে নিতে হবে।

সূত্র: গ্যাজেটস নাউ

এসকে/ 

ইনস্টাগ্রাম প্রতারণা সুরক্ষিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250