ছবি: সংগৃহীত
ফুটবল দুনিয়া আরও একবার নাটকীয় মোড় দেখতে চলেছে। বার্সেলোনার সঙ্গে সব কথাবার্তা পাকা হয়ে এলেও শেষ মুহূর্তে নেইমারকে পাবার দৌড়ে ফেভারিট হয়ে উঠেছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে দলে পেতে বড় অঙ্কের এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তারা।
নেইমার সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলে সেটি হবে এই মৌসুমে তাদের সবচেয়ে বড় সাইনিং। দলটি এর আগে সেনেগালের কালিদু কৌলিবালি, সার্বিয়ার মিলাঙ্কোভিচ-সাভিচ এবং পর্তুগালের রুবেন নেভেসকে দলে টেনেছে। আটবারের সৌদি লিগ এবং চারবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি আরও বড় কিছু খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।
গত এক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যাবে নেইমারকে। এমনকি নেইমার বার্সেলোনায় চুক্তির কাজ সারতে পৌঁছে গিয়েছেন এমন দাবিও করেছেন অনেক সাংবাদিক। ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা নিজেও আগ্রহী ছিলেন এই ব্রাজিলিয়ানকে পেতে। কিন্তু কোচ জাভির অনাগ্রহ ছিল তাকে নিয়ে। আর এরই সুযোগ নিয়ে নেইমারকে পেতে ধর্ণা দিয়েছে আল-হিলাল।
আর.এইচ