রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

আজও চোখে পানি আসে সুস্মিতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে অভিনয়ে দেখা যায়না অনেক বছর ধরেই। তবে অভিনয়কে সেদিক থেকে মিস না করলেও তিনি তার জীবনে আজ থেকে ২৯ বছর আগে ঘটে যাওয়া বিশেষ দিনটিকে যে ঠিক মিস করেন সেটি বোঝা যায় এই বিশেষ দিনটি স্মরণ করে তার করা পোস্ট শেয়ার করার মাধ্যমে। সেদিক থেকে নিশ্চিতভাবে বলা যায় ’মিস ইউনিভার্স’-এর মুকুট মাথায় উঠার কারণে ২১ মে অভিনেত্রীর জীবনে বিশেষ স্থান অধিকার করে রয়েছে।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আজ রোববার ভোরবেলায় নিজের ফেসবুক টাইমলাইনে একটি পুরনো ছবি পোস্ট করেছেন সাবেক এই সুন্দরী।  

সুস্মিতা সেন তার ক্যাপশনে লেখেন, এই সম্মানের জন্য আমার মাতৃভূমির প্রতিনিধিত্ব করা এবং সেই খেতাব জেতা এতোই সম্মানের, যে আজও আনন্দে চোখে পানি চলে আসে... ২৯ বছর পরও!!! আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করি এবং স্মরণ করি কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত সর্বপ্রথম ২১ মে ১৯৯৪ সালে ফিলিপিন্সের ম্যানিলায় 'মিস ইউনিভার্স' খেতাব জিতেছিল। সুন্দরী। আর সঙ্গে ক্যাপশনে লিখেছেন আবেগময় কিছু কথা।

এসময় অভিনেত্রী লেখেন, ’এই ছবিটা ঠিক ২৯ বছরের পুরনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্তর তোলা। এই ছবির অপক্কতায়, ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দি করেছিলেন’ মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যার ছবি আমি তুললাম, আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।’

আরো পড়ুন: বড় জিনিসই আমার পছন্দ: প্রিয়াঙ্কা

এই পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তা ও ভালবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য অভিনেত্রী সুস্মিতা সেন এই প্রতিযোগিতায় জিতেছিলেন পৃথিবীর আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন