রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি মহিলা পরিষদের *** আয়াতুল্লাহ খামেনি নিজেই যুদ্ধকক্ষ থেকে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন *** ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন *** তবে কী ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান *** সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন সাবেক আইজিপি মামুন, ট্রাইব্যুনালের আদেশ *** ভারত না এলেও ঢাকাতেই ঠিক হবে এশিয়া কাপের সূচি *** চারদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট *** প্রশ্রয় না দিয়ে খুন, মব সন্ত্রাস থামানোর দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির *** চার লাখ শিক্ষককে এআই প্রশিক্ষণ দেবে ওপেনএআই *** ভারতের উত্তরাখণ্ডে বাংলাদেশিসহ ২৫ ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, যেদিন থেকে কার্যকর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) ইংরেজি ভাষাদক্ষতা যাচাইয়ের একটি প্রচলিত পরীক্ষা, যা আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা, চাকরি বা অভিবাসনের জন্য প্রয়োজন হয়। সম্প্রতি বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

আগে পরীক্ষার লিসেনিং ও রিডিং অংশে পেনসিল বাধ্যতামূলক ছিল এবং রাইটিং অংশে পেনসিল বা কলম ব্যবহারের স্বাধীনতা ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, লিসেনিং, রিডিং এবং রাইটিং এই তিনটি অংশে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহারের অনুমতি আর থাকবে না। 

ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি আগামী ২৫শে জানুয়ারি থেকে বাংলাদেশে এই নতুন নিয়ম কার্যকর করবে। একাডেমিক ও জেনারেল আইইএলটিএস উভয় পরীক্ষার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পরীক্ষার জন্য কেন্দ্রে শুধু পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে, কারণ কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।

আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী গণমাধ্যমকে বলেন, "পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সময় সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলম ব্যবহারের ফলে ইরেজার বা শার্পনার ব্যবহারের ঝামেলা কমবে। পরীক্ষার্থীরা ভুল সংশোধনে সময় না ব্যয় করে উত্তর তৈরিতে মনোযোগ দিতে পারবেন।"

তবে পরীক্ষার্থীদের একটি অংশ মনে করছেন, এই পরিবর্তন কিছু সমস্যার কারণ হতে পারে। আইইএলটিএস শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, পেনসিল ব্যবহারের সুবিধা ছিল ভুল হলে সহজেই মুছে ফেলা যেতো। কিন্তু কলম ব্যবহারের ক্ষেত্রে ভুল হলে সেটি কাটতে হবে, যা কাগজে অগোছালো পরিস্থিতি তৈরি করতে পারে। এটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে রাইটিং অংশে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ওআ/কেবি

আইইএলটিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন