বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেসের (সিএমএফ) অংশ হিসেবে পরিচালিত পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে দুটি নৌযান থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

এই অভিযান তত্ত্বাবধানকারী নৌ নেটওয়ার্ক সিএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অভিযানে নৌযানগুলোকে আটক করে এবং ৯৭ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে। খবর আল জাজিরার।

সিএমএফ বিবৃতিতে বলেছে, ১৮ই অক্টোবর প্রথম নৌযানটিতে আরোহণ করে ক্রুরা ৮২ কোটি ২৪ লাখ ডলার আনুমানিক বাজার মূল্যের দুই টনেরও বেশি ‘ক্রিস্টাল মেথামফেটামিন (আইস)’ জব্দ করে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্রুরা দ্বিতীয় নৌযানটিতে আরোহণ করে ১৪ কোটি ডলার মূল্যের ৩৫০ কেজি আইস এবং এক কোটি ডলার মূল্যের ৫০ কেজি কোকেন জব্দ করে।'

সিএমএফ নৌযানগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জানিয়েছে, সেগুলোর ‘কোনো জাতীয়তা নেই’ বলে চিহ্নিত করা হয়েছে।

এই অভিযানগুলো সরাসরি সৌদির নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স ১৫০-এর সমর্থনে পরিচালিত হয়েছিল। এই টাস্ক ফোর্স বলেছে, ‘এই বিশেষ অভিযানের সাফল্য বহুজাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।’

অভিযান পরিচালনাকারী সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার, সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াইদ বলেন, এটি ‘সি এমএফের জন্য সবচেয়ে সফল মাদক জব্দগুলোর মধ্যে একটি’।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিএমএফ একটি ৪৭-জাতি নিয়ে গঠিত নৌ অংশীদারি, যার কাজ হলো চোরাচালান রোধ করার জন্য বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ শিপিং লেনসহ ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমা পরিদর্শন করা।

পাকিস্তান নৌবাহিনী একটি পৃথক বিবৃতিতে বলেছে, এই অর্জন ‘আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে তাদের অটল প্রতিশ্রুতি’ তুলে ধরে।

জে.এস/

পাকিস্তান নৌবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250