ছবি : সংগৃহীত
প্রত্যেক নতুন বছরের জন্য একটি রঙ বাছাই করে থাকে প্যানটোন কালার ইনস্টিটিউট। আসন্ন ২০২৫ সালের জন্য ইতিমধ্যে 'কালার অব দ্য ইয়ার' ঘোষণা করেছে মার্কিন প্রতিষ্ঠানটি; আর রঙটি হলো মোকা মুজ। এই রঙের প্যানটোন কোড হচ্ছে ১৭-১২৩০।
যারা কফি পছন্দ করে থাকেন, তাদেরকে রঙটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মোকা মুজ গাঢ় বাদামির একটি শেড যা কোকো, কফি এবং চকলেটের রঙ থেকে অনুপ্রাণিত। আরাম, স্বাচ্ছন্দ্য এবং কোজি বা এক ধরণের উষ্ণ অনুভূতি এনে দেয় এই রঙ।
উল্লেখ্য, প্যানটোন কালার ইনস্টিটিউট একটি কনসাল্টিং সার্ভিস যা বৈশ্বিক কালার ট্রেন্ড নির্ধারণে ভূমিকা রেখে থাকে। প্যানটোনের নির্বাচিত রঙে বিশ্বজুড়ে বিভিন্ন খাতে প্রচুর পণ্য বিক্রি হয়।
আরো পড়ুন : মানসিক সুস্থতায় চুমুক দিন গোলাপ চায়ে!
২০২৫ সালে পোশাক থেকে শুরু করে ফ্যাশন, ঘর সাজানো, মেকআপ ইত্যাদি ক্ষেত্রে মোকা মুজ রঙটি প্রাধান্য পাবে। এই রঙের পোশাকের মাধ্যমে ‘টাইমলেস অ্যান্ড ক্লাসিক’ লুক সৃষ্টি করা সম্ভব। শীতে আরামদায়ক গাঢ় খয়েরি রঙের সোয়েটারের সঙ্গে মোকা মুজ শেডের স্কার্ফ বা হ্যান্ডব্যাগের সাহায্যে স্টাইলিং করা যাবে।
ঘরের রঙ এবং নকশায়ও আভিজাত্য আসবে মোকা মুজের ব্যবহারে। সফট হোয়াইট, আর্থি গ্রিন, মিউটেড গোল্ডের সঙ্গে মোকা মুজের মিশ্রণ থাকতে পারে দেওয়াল, ফার্নিচার, শোপিস সব কিছুতেই।
এদিকে বিউটি ইন্ডাস্ট্রিতে বহু আগে থেকেই মোকা মুজের কদর। ন্যাচারাল এবং ওয়ার্ম গ্লো তৈরির জন্য আইশ্যাডো, লিপস্টিক এবং ব্লাশে ব্যবহার হয়ে আসছে এই শেড।
সূত্র: পিংকভিলা
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন