রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠানরত ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন ২০২৪-এ ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে পরাজিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড়।

সোমবার (১৫ই এপ্রিল) অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুর বিরুদ্ধে জয়ী হন।

তৃতীয় রাউন্ড শেষে ৩ খেলায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১২ জনের সাথে মিলিতভাবে শীর্ষে রয়েছেন মনন রেজা নীড়।

এছাড়া তিন খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান দুই পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক অর্জন করেছেন দেড় পয়েন্ট করে। কোনও পয়েন্ট পাননি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান।

আরো পড়ুন : যেমন বাবা তেমন ছেলে, এক ম্যাচে ৫ গোল!

তৃতীয় রাউন্ডের খেলায় ভারতের বসন্ত কুমার রাজেসকে পরাজিত করেন ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান।

রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সাথে ড্র করেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহর কাছে ফিদে মাস্টার নাইম হক ও ভারতের তানিশ রাগাভানের কাছে হেরে যান তাসরিক সায়হান শান।

দাবাড়ু মনন রেজা নীড় বেড়ে উঠেছেন দেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জে। জিতেছেন শেখ কামাল যুব গেমসে দাবা ডিসিপ্লিনের স্বর্ণ। বয়সভিত্তিক পর্যায়ে শিরোপা জেতার পাশাপাশি জাতীয় দাবায় শীর্ষ কয়েকজনের মধ্যে থাকেন স্কুল পড়ুয়া এ শিক্ষার্থী।

স্বীকৃতি পেয়েছিলেন দেশের বাইরে আন্তর্জাতিক এক টুর্নামেন্টে সেরা বিদেশি দাবাড়ুর। অল্প বয়সেই দাবার ক্যান্ডিডেট মাস্টার টাইটেল থেকে হয়েছেন ফিদে মাস্টার। এরপরের দুই ধাপ আন্তর্জাতিক মাস্টার ও গ্র্যান্ডমাস্টার। সম্ভাবনাময়ী এই দাবাড়ুর পেছনে বিশেষভাবে নজর রাখছে দাবা ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

এস/ আই.কে.জে/


ফিদে মাস্টার নীড় ভারতীয় গ্র্যান্ডমাস্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন