বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

ব্যায়াম স্বাস্থ্যকর চর্বি জমতে সাহায্য করে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যকর চর্বি জমাতে সাহায্য করতে পারে ব্যায়াম। দেহে চর্বি জমছে শুনলেই ক্ষতিকর বিষয় মনে হয়। তবে ভালো চর্বিও দরকার আছে। সম্প্রতি এমনই দাবি করেছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ কিনসিওলজি’র গবেষকরা।

প্রধান গবেষক ডা. জেফলি হরোউইটজ এই বিষয়ে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “নিয়মিত শরীরচর্চা করলে আর শারীরিকভাবে কর্মক্ষম থাকলে আমাদের ‘ফ্যাট টিসু’ আরও ভালোভাবে সংরক্ষিত হয় আর বাড়তি শক্তি হিসেবে কাজ করে।”

গবেষকরা ১৬ জনের দুটি দলের মানুষদের ত্বকের নিচে থাকা চর্বির কোষ পরীক্ষা করেন। এক দলের স্থূলতার সমস্যা থাকলেও তারা সপ্তাহে অন্তত চারবার ব্যায়াম করতো। আরেক দল নিয়মিত ব্যায়ামই করতো না।

‘ন্যাচার মেটাবলিজম’ সাময়িকীতে প্রকাশিত দুই বছর ধরে চলা এই গবেষণার ফলাফলে বলা হয়- ত্বকের নিচে চর্বি ধারণ ক্ষমতা বেশি। সেখানে চর্বি জমলে দেহের অন্যান্য অংশে যেমন- হৃদপিণ্ড, লিভার বা যকৃতে চর্বি জমার ঝুঁকি কমে।”

হরোউইটজ বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বয়স বাড়লে ব্যায়াম করলেও ওজন কমতে চায় না। এক্ষেত্রে ত্বকের নিচে চর্বি জমা হলে যকৃত বা হৃদপিণ্ডে চর্বি যাওয়ার সম্ভাবনা কমে আসে। আর এটা সম্ভব হয় ব্যায়ামের মাধ্যমে।”

যদিও বিষয়টা কোনা বিপাকীয় পদ্ধতিতে হচ্ছে সেটা এখন বোঝা সম্ভব হয়নি।

তাই যুক্তরাষ্ট্রের ডেনভার’য়ে অবস্থিত ‘ন্যাশনাল জুইশ হেল্থ’য়ের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্ড্রু ফ্রিম্যান এই গবেষণার সাথে যুক্ত না থেকেও বলেন, “ফ্যাট টিস্যু’ সম্পর্কে গবেষকদের আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত ওজন মানেই খারাপ এটা আসলে সবসময় ঠিক নাও হতে পারে।”

আরও পড়ুন: কাজে মনোযোগ বাড়ানোর উপায় জেনে নিন

যে পরিমাণ ব্যায়াম দরকার

“দেহে স্বাস্থ্যকর চর্বি জমানোর প্রধান চাবিকাঠি হলো শারীরিকভাবে কর্মক্ষম বা ব্যায়াম করা”- বলেন হরোউইটজ।ফ্রিম্যান পরামর্শ দেন, “ব্যায়াম শুরু করতে চাইলে সকালবেলা বেছে নেওয়া উচিত। এই সময়টা প্রাকৃতিক উত্তেজক হিসেবে কাজ করে, অনেকটা কফি পানের মতো। আর পয়সা খরচ করে ‘জিম’য়ে যেয়ে ব্যায়াম করতে হবে না।”

নানানভাবে ব্যায়াম করা যায়। প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার জন্য হাঁটা ছাড়াও নানান ধরনের শরীরচর্চা রয়েছে। তবে বেশি বয়সে ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মন্তব্য করেন, ফ্রিম্যান।

এসি/কেবি

ব্যায়াম স্বাস্থ্যকর চর্বি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250