মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

নজরুলের সিনেমাটির নেগেটিভ নষ্ট হয়ে গেছে, জানাল কলকাতার স্টুডিও

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

কলকাতার ঐতিহ্যবাহী এনটি–ওয়ান স্টুডিওতে থাকা কাজী নজরুল ইসলামের ‘ধ্রুব’ সিনেমার নেগেটিভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। স্টুডিওটির পরিচালক সৌগত নন্দী গত শুক্রবার (২৯শে আগস্ট) সন্ধ্যায় টেলিফোনে বাংলাদেশের দৈনিক প্রথম আলোকে জানান, সিনেমাটি আর উদ্ধার করা সম্ভব নয়। খবর প্রথম আলোর।

৯১ বছর আগে ‘ধ্রুব’ নির্মাণ করেন কাজী নজরুল ইসলাম। এটিই তার নির্মিত একমাত্র চলচ্চিত্র। যুগ্মভাবে পরিচালনার পাশাপাশি সবাক চলচ্চিত্রটিতে অভিনয়ও করেছিলেন তিনি। ১৯৩৪ সালের ১লা জানুয়ারি কলকাতার ক্রাউন থিয়েটারে মুক্তি পায় ‘ধ্রুব’। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের ‘ভক্ত ধ্রুব’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন কাজী নজরুল ইসলাম ও সত্যেন্দ্রনাথ দে।

সিনেমার নেগেটিভ এনটি-ওয়ান স্টুডিওতে কীভাবে এল—জানতে চাইলে সৌগত নন্দী জানান, স্টুডিওটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত। বহু বছর ধরেই স্টুডিওর ল্যাবরেটরিতে নেগেটিভগুলো ছিল। পুরোনো নেগেটিভ সংরক্ষণ করা দুরূহ, সুনির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হতো। তাপমাত্রা একটু বাড়লেই আগুন ধরে যেত। স্টুডিওতে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

সৌগত নন্দী বলেন, ‘অনেক পুরোনো সিনেমাটির (ধ্রুব) নেগেটিভের অবস্থা খুবই খারাপ ছিল। ফলে সেগুলো বাঁচিয়ে রাখা যায়নি। নষ্ট হয়ে গেছে, রিস্টোর (উদ্ধার) করা যাবে না। তবে ১৯৫০ সালের পরের ছবিগুলো উদ্ধার করা গেছে।’

সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, উত্তম কুমার, সুচিত্রা সেনের অনেক সিনেমা সংগ্রহ ও উদ্ধার করেছে এনটি-ওয়ান স্টুডিও।

সৌগত নন্দীর ধারণা, ‘ধ্রুব’ ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়ার সংগ্রহে থাকতে পারে। চলচ্চিত্রটি একসময় প্রতিষ্ঠানটির সংরক্ষণের তালিকায় ছিল। তবে এখন আর ওয়েবসাইটে সংরক্ষণের তথ্য নেই।

নজরুলের নাতনি ও সংগীতশিল্পী খিলখিল কাজী জানান, সিনেমাটি তাদের সংগ্রহে নেই। ঢাকার কবি নজরুল ইনস্টিটিউট জানিয়েছে, ‘ধ্রুব’সহ কাজী নজরুলের কোনো ছবিই প্রতিষ্ঠানটির সংগ্রহে নেই। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির একটি রিল (১০ মিনিট) রয়েছে। অনলাইনে সাদা–কালো সিনেমাটির দু–একটি ‘ক্লিপ’ পাওয়া যায়; তবে পুরোটা পাওয়া যায়নি।

জে.এস/

টালিউড কাজী নজরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250