বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

ভাঙাগড়ার পর চিরকুটের অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।

চিরকুট ব্যান্ডের বয়স প্রায় দুই যুগ হতে চলল। এ দীর্ঘ সময়ে মাত্র তিনটি অ্যালবাম প্রকাশ করেছে তারা। দুই বছর আগে চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছিল চিরকুট। জানিয়েছিল, ‘পেন্ডুলাম’ নামের অ্যালবামের কাজ শুরু হয়েছে। সেই পেন্ডুলাম’ শেষ পর্যন্ত বদলে গেছে ভালোবাসাসমগ্রে। গতকাল রোববার (১১ই মে) প্রকাশ পেল চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর প্রথম গান ‘দামি’।

চিরকুটের চতুর্থ অ্যালবামে গান আছে ১০টি। ব্যান্ডের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে এ অ্যালবামের প্রথম গান দামি। অন্য গানগুলোর শিরোনাম ‘উত্তরে ভালো না’, ‘ডাক’, ‘আগুন’, ‘হিয়া’, ‘মন কেন দিলে না’, ‘অসুখ সেরে যায়’, ‘ভালোবাসি তোমায়’, ‘দরদি’ ও ‘দিন যায়’। তিনটি গান প্রকাশ পাবে মিউজিক ভিডিও আকারে, বাকিগুলো পাওয়া যাবে লিরিক্যাল ভিডিও আকারে। এ সপ্তাহেই একসঙ্গে প্রকাশ পাবে গানগুলো।

অ্যালবামের নাম নিয়ে শারমিন সুলতানা সুমি বলেন, ‘আমি যতটুকু পৃথিবী দেখছি, আমার কাছে মনে হয়েছে—ভালোবাসা সবচেয়ে বড় এনার্জি। ভালোবাসা ছাড়া আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। গানে গানে এটাই আমাদের ভাষা হোক। এ কারণেই আমাদের অ্যালবামের নাম রেখেছি ভালোবাসাসমগ্র। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার হয় না। ভালোবাসা তো সর্বজনীন। নানা রকম ভালোবাসা নিয়েই এ অ্যালবামের গান। প্রতিটি গানে সবার অংশগ্রহণ ছিল। নানা ধরনের আলোচনা শেষে তৈরি হয়েছে এটি।'

এইচ.এস/

চিরকুট ব্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন