বুধবার, ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে আজ দুই দেশের প্রতিনিধিদের বৈঠক *** সামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, স্বীকার করল ইসরায়েল *** হাইকোর্টের ক্ষমতা দেশবাসী জেনেছে ল রিপোর্টিংয়ের মাধ্যমে: অ্যাটর্নি জেনারেল *** তবে কী শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ট্রাম্প *** ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে যা বলছে বিজিএমইএ *** সাবেক ৮ সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল *** তীব্র গরমে গ্রিসে বন্ধ হলো অ্যাক্রোপলিস, সতর্কতা ইউরোপজুড়ে *** কুশলের সেঞ্চুরি, বাংলাদেশের সামনে লক্ষ্য ২৮৬ *** এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার *** ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরলেন ৩২ নাগরিক

এবার সংস্কারের দাবি নিয়ে বিটিভির সামনে দাঁড়াবেন শিল্পীরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

নানান অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ থেকে দেশের সব ব্যবস্থাকে মুক্তির লক্ষ্যে সবাই যে যার জায়গা থেকে কাজ শুরু করেছেন। সেই দলে যোগ দিয়েছেন বিনোদন অঙ্গনের মানুষেরাও। এই অঙ্গনের নানান ক্ষেত্রে সংস্কারের দাবি নিয়ে সরব হয়েছেন তারা। 

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে সংস্কারের দাবি তুলেছে মুক্ত শিল্পী সমাজ। মঙ্গলবার (১৩ই আগস্ট) সকাল ৯টায় রামপুরায় অবস্থিত বিটিভির সামনে অবস্থান নেবেন তারা। 

এ প্রসঙ্গে মুক্ত শিল্পী সমাজের প্রতিনিধি ক্লোজআপ ওয়ান তারকা ‌মুহিন খান বলেন, ‌‘এটা আমাদের অরাজনৈতিক একটি অবস্থান। গত ১৬ বছরে বিটিভিতে দলীয়করণের যে মহাউৎসব দেখা গেছে, তা থেকে পরিত্রাণ চাই আমরা। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই যেন বিটিভিতে কাজের সুযোগ পান, আমরা সেটা চাই।’

আরও পড়ুন: এবার ‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা

বিটিভির সামনে অবস্থান প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে মুহিন লিখেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও সমাধান আসেনি। আমরা মিউজিক রেগুলেটরি কমিশনের অনুমোদন, শিল্পীদের (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক ও শব্দগ্রাহক) পেশা হিসেবে স্বীকৃতি, দলীয়করণমুক্ত, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি, সরকারি-বেসরকারি সব মাধ্যমে (টেলিভিশন চ্যানেল, রেডিও ও সব ডিজিটাল প্রচার সংক্রান্ত) শিল্পীসম্মানী বৃদ্ধি, রয়্যালটির অসম বণ্টন, অডিও-ভিডিও কোম্পানির একাধিপত্যসহ অনেক যৌক্তিক দাবি ও সমাধান তুলে ধরবো।’

মুহিন খানের সঙ্গে একাত্মতা পোষণ করেন বিভিন্ন প্রজন্মের আরও অনেক শিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালকরা।

এসি/ আই.কে.জে/

সংস্কার বিটিভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন