মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

সিনেমা নয় শাকসবজি চাষ করতে চান নায়িকা মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত গেল বছর তুমুল আলোচনায় ছিলেন। 

তবে সেসব আলোচনা এখন অতীত। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত এই নায়িকা। বিশেষ করে তার সবচেয়ে বেশি আসা-যাওয়া দুবাইতে। সেখানে রয়েছে তার নানান ব্যবসা। বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও তিনি! বলা যায়, ব্যবসায়িক কাজেই দুবাইয়ে এত যাতায়াত মিষ্টি জান্নাতের। 

কিন্তু এত কিছুর মাঝেও সেই ঘুরে ফিরে চলে আসে তার রঙিন দুনিয়ার প্রসঙ্গ। নায়িকা যেহেতু অনেকটা সময় ধরে শোবিজ থেকে দূরে, তাই প্রশ্ন ছিল সিনেমায় ফেরা নিয়ে। সদ্যই গণমাধ্যমকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে অকপটেই সব জানালেন এই ঢালিউড নায়িকা।

আরও পড়ুন: শাহরুখ-অমিতাভদের কাছ থেকে যে পরামর্শ নিলেন মোদি

সিনেমায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি সিনেমা করতে চাই। আরও ভালো কাজ করতে চাই, চার-পাঁচ বছর থাকতে চাই। এরপর কাজ ছেড়ে দেব কি না জানি না। তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই, যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করব; কৃষক হয়ে যাব। সেখানে শাক-সবজি চাষ করব। তখন আমি বলব, আমার পদবি ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে!'

সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করলেন মিষ্টি জান্নাত। নায়িকার কথায়, মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে।

উল্লেখ্য, মিষ্টি জান্নাত নায়িকা পরিচয়ের পাশাপাশি তার পরিচয় একজন চিকিৎসকও।

এসি/ আই.কে.জে

মিষ্টি জান্নাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন