লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত
চিকিৎসার জন্য সস্ত্রীক চীন যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর। আজ বুধবার (২৩শে জুলাই) দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। চীনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য রোগের চিকিৎসা নেবেন তিনি।
লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মো. রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। ১৭ বছর কারাভোগের পর গত ১৬ই জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সরকার ও পরে পুরো আওয়ামী লীগের সরকারের আমল জুড়েই কারাগারে ছিলেন তিনি।
জে.এস/
খবরটি শেয়ার করুন