শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার *** জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’ *** টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ *** ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত *** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’

গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে’ নিরাপত্তা দেবে স্পেন–ইতালির যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

তিউনিসিয়া উপকূলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাংশ। ছবি: এএফপি

গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অবরোধ ভাঙতে একাধিক নৌযান নিয়ে ইউরোপ থেকে রওনা হয়েছেন অধিকারকর্মীরা। তাদের মধ্যে একজন পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। তবে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই নৌবহর এরই মধ্যে একাধিকবার হামলার শিকার হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন ও ইতালি। দেশ দুটির নৌবাহিনীর জাহাজ এই ফ্লোটিলাকে সুরক্ষা দেবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে মিলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে রক্ষার জন্য যুদ্ধজাহাজ পাঠাবে। এই ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার পথে ড্রোন হামলার মুখে পড়েছে।

গতকাল বুধবার (২৪শে সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সানচেজ বলেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করা আবশ্যক এবং এই সাহায্য অভিযান চালানো ৪৫ দেশের নাগরিকদের কোনো ক্ষতি ছাড়াই ভূমধ্যসাগরে চলার পূর্ণ অধিকার রয়েছে। তিনি বলেন, ‘স্পেনের সরকার দাবি করছে যে, আন্তর্জাতিক আইন মানা হোক এবং তার নাগরিকদের নিরাপদভাবে ভূমধ্যসাগরে চলার অধিকার রক্ষা করা হোক।’

এ সময় তিনি আরও বলেন, ‘আগামীকাল (আজ ২৫শে সেপ্টেম্বর) আমরা কার্টাগেনা থেকে একটি নৌযান পাঠাব, যাতে সব ধরনের প্রয়োজনীয় সম্পদ–রসদ থাকবে, যাতে ফ্লোটিলাকে সহায়তা বা উদ্ধার অভিযান চালানো প্রয়োজন হলে তা করতে পারি।’

এদিকে, ইতালির নৌবাহিনী জানিয়েছে, তারা একটি ফ্রিগেট জাহাজ পাঠাবে, যাতে ফ্লোটিলায় যেকোনো উদ্ধার অভিযানে সহায়তা করা যায়। এর আগে প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো গত বুধবার ফ্লোটিলার ওপর রাতের বেলায় হওয়া হামলার নিন্দা করেছে।

ইতালির দুই বামপন্থী বিরোধী আইনপ্রণেতা এই ফ্লোটিলায় অংশ নিচ্ছেন। এই ফ্লোটিলায় প্রায় ৫০টি বেসামরিক নৌযান রয়েছে, যেগুলো সাহায্য সরবরাহ নিয়ে গাজায় যাচ্ছে এবং ইসরায়েল আরোপিত সমুদ্র অবরোধ ভাঙার আশা করছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও মন্তব্য করেছেন, ‘ইতালির নাগরিকদের সঙ্গে এমপি এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরাও ফ্লোটিলায় আছেন। এ ছাড়া, এতে মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও আছেন।’ ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনীকে অর্পিত যেকোনো অভিযান আন্তর্জাতিক আইন ও সর্বোচ্চ সতর্কতার মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে।’

বিবৃতিতে আবারও বলা হয়, ‘নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছে যে, ইসরায়েলি বাহিনীকে অর্পিত যেকোনো অভিযান আন্তর্জাতিক আইন ও সর্বোচ্চ সতর্কতার মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে।’

জে.এস/


ইতালি স্পেন গাজা উপত্যকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250