ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও ভয়াবহ হামলার হুমকিতে ভীত নয় ইরান। তিনি হুমকি দিয়ে বলেছেন, ‘ট্রিগারে আঙুল রাখা আছে।’
যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলা চালায়, তাহলে ইরানি সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি নতুন করে দেওয়ার কয়েক ঘণ্টা পরই এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল বুধবার (২৮শে জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি লেখেন, ‘আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তারা ট্রিগারে আঙুল রাখা অবস্থায় আছে। আমাদের প্রিয় দেশের স্থল, আকাশ ও সমুদ্রের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে তারা তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে।’
আরাগচি বলেন, গত বছরের জুনে ইসরায়েলের কয়েক দিনব্যাপী সামরিক হামলা থেকে ইরান ‘গুরুত্বপূর্ণ শিক্ষা’ নিয়েছে। ওই সময় ট্রাম্প প্রশাসনও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১২ দিনের যুদ্ধ থেকে পাওয়া মূল্যবান শিক্ষা আমাদের আরও শক্তিশালী, দ্রুত এবং গভীরভাবে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা দিয়েছে।’
আরাগচির এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় ওয়াশিংটনের চাপ বাড়ছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, ‘এক বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, এই বহর ‘প্রয়োজনে দ্রুত এবং সহিংসতার সঙ্গে নিজেদের মিশন বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আশা করছি, ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তিতে রাজি হবে, কোনো পারমাণবিক অস্ত্র নয়, যেটি সব পক্ষের জন্য ভালো হবে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বিষয়টি অত্যন্ত জরুরি। আমি আগেও ইরানকে বলেছি, একটি চুক্তি করো।’
জে.এস/
খবরটি শেয়ার করুন