বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ফাইল ছবি
ঢাকা, খুলনা ও চাঁদপুরে একাধিক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১১ই জুলাই) এক বিবৃতিতে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ ধরনের সহিংসতা রোধে দেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে যুবদল কর্মী মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছেন। এ ঘটনা আবারও প্রমাণ করে রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছেব। তাছাড়া খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে।
সিপিবির নেতারা বলেন, চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ধর্ম অবমাননার অভিযোগে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তি। এই ঘটনাগুলো সাম্প্রতিক সহিংসতা ও উগ্রতার উদ্বেগজনক মাত্রা নির্দেশ করে।
সিপিবি মনে করে, এসব ঘটনা সামাজিক ও রাজনৈতিক সংকটেরই বহিঃপ্রকাশ। সহিংসতা, বিচারহীনতা ও উগ্রতা সমাজকে গ্রাস করে ফেলছে। সিপিবির নেতারা অবিলম্বে এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন