রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৫৭ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার (১৩ই মে) সন্ধ্যা ৭টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) জেলা ও মহানগরের উদ্যোগে এ সংগীত পরিবেশন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকার শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টাকে অবমাননা হিসেবে আখ্যা দিয়ে এর প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রতিবাদী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলার সদস্যসচিব রায়হান এইচ খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের দেশাত্মবোধক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। 

এইচ.এস/

সিলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন