বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান

ত্বকের যত্নে বেসনের ফেসপ্যাক ব্যবহার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত বেসনের ফেসপ্যাক ব্যবহার করেন। কেউ কেউ ক্লিনজার হিসেবেও বেসন ব্যবহার করেন। প্রশ্ন হলো, প্রাকৃতিক এই উপাদান সত্যিই কি ত্বকের যত্নে কার্যকরী?

রূপ বিশেষজ্ঞদের মতে, সাধারণ ও তৈলাক্ত ত্বকে বেসনের ফেসপ্যাক বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তবে শুষ্ক ত্বকে বেসনের ফেসপ্যাক ব্যবহার ক্ষতিকারক হয়ে উঠতে পারে। বেসন মুখের প্রাকৃতিক তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। তাই তৈলাক্ত ত্বকে এটি বেশ উপকারী হলেও, রুক্ষ ত্বককে আরও বেশি শুষ্ক করে তুলতে পারে।

আপনার ত্বক যদি রুক্ষ প্রকৃতির হয়, তাহলে এই বেসনের ফেসপ্যাক ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন।

আরো পড়ুন : ত্বকের রোদে পোড়া দাগ দূর করার ঘরোয়া টিপস

বেসন ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে। তাই বাজার থেকে কেনা ফেসওয়াশের পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন।

বেসন মুখের সব ময়লা দূর করে। এর পাশাপাশি ত্বকের টক্সিন বের করে দেয়। এতে স্বাভাবিকভাবেই ত্বক ঠিকভাবে শ্বাস নিতে পারে আর রক্ত সঞ্চালনও ভালো হয়। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে । এছাড়া বেসন এক্সফোলিয়েন্ট হিসেবেও কাজ করে। মুখের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বেসন।

মনে রাখবেন, ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হলেই নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বেসনে থাকা অ্যালকালাইজিং উপাদান, ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে। তবে ত্বকের ধরন বুঝেই এই প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করা ভালো। না হলে বেসনের ব্যবহারের কারণে ত্বকের সমস্যা আরও বাড়তে পারে।

এস/এসি


ত্বকের যত্ন বেসনের ফেসপ্যাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন