বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। আজ মঙ্গলবার (২৯শে এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যবে এ তথ্য জানিয়েছেন।

আজ দুপুরে ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে ৩.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করেছে।’

তিনি আরও লিখেছেন, গত ২৮শে এপ্রিল পর্যন্ত বিএসসিএলের ব্যান্ডউইডথ ব্যবহার ছিল ৩.৩৪ টিবিপিএস, যা এই মাসের শেষ নাগাদ ৩.৪৬ টিবিপিএসে উন্নীত হবে। বিগত ৮ মাসে ব্যান্ডউইডথের ব্যবহার ১.১০ টেরাবাইট বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া তিনি জানান, গত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা ও পলিসি সাপোর্ট, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং কয়েক দফা মূল্যছাড়ের পরিপ্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথের বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসির শেয়ার ক্রমান্বয়ে বাড়ার ফলে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের সাবমেরিনের ব্যবহার ক্রমান্বয়ে বাড়তে থাকলে বিশ্বমানের তুলনায় অনেক পিছিয়ে থাকা ইন্টারনেটের মানের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।’

আরএইচ/


মাইলফলক সাবমেরিন কেব্‌লস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন