সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যেভাবে ঘরোয়া পদ্ধতিতে গোড়ালি নরম ও মসৃণ করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

পা সুন্দর দেখাতে চাইলে বর্ষাকালে পায়ের বিশেষ যত্নের প্রয়োজন আছে। যদি পা থেকে জুতা খুলতে হয়, তবে ছাল উঠে যাওয়া অমসৃণ গোড়ালি প্রকাশ্যে দেখাতে আপনার লজ্জা হতেই পারে। সে জন্য গোড়ালি নরম ও মসৃণ করা ছাড়া কোনো উপায় নেই। লজ্জা বলে কথা। তাই সৌন্দর্য আপনার, এটি ধরে রাখার দায়িত্বও আপনার।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে যত্ন নেবেন আপনার গোড়ালির—প্রথমত সামান্য গরম পানিতে ১০-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। কিছু সময় পর পায়ের মৃতকোষ ও উঠে যাওয়া ছাল নরম হবে। এবার ঘরোয়া স্ক্রাব ভালোভাবে ঘষে পা মৃতকোষ মুক্ত করুন। ওই স্ক্রাব বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তিন ধরনের স্ক্রাব ব্যবহার করুন।

১. ব্রাউন সুগার আর নারকেল তেলের স্ক্রাব:  ২ টেবিল চামচ ব্রাউন সুগারের সঙ্গে ১ টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

২. ওটস ও মধুর স্ক্রাব: এক কাপ ওটস গুঁড়িয়ে নিয়ে তার সঙ্গে ২ টেবিল চামচ চালের গুঁড়া, আধাকাপ মধু এবং ১ টেবিল চামচ আমন্ড বা অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

৩. এপসম লবণ ও তেলের স্ক্রাব: ২ টেবিল চামচ এপসম লবণের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল কিংবা নারকেল তেল মিশিয়ে নিন। এটিও পা মৃতকোষ মুক্ত করতে সাহায্য করে।

স্ক্রাব করা হয়ে গেলে পিউমিক স্টোন দিয়ে পা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। এরপর পা ধুয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজ করুন। আবার পা পরিষ্কার করার পর সুতির মোজা পরে থাকুন। এতে পায়ের ত্বকে আর্দ্রতা প্রবেশ করতে পারবে ভালোভাবে।

জে.এস/

গোড়ালির যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন