শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার *** জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’ *** টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ *** ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত *** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাগরিকত্ব আইনে পরিবর্তন এনেছে ইতালি। এর মাধ্যমে ইতালীয় বংশোদ্ভূতদের নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করা হয়েছে।

আজ বুধবার (২১শে মে) রাতে বিবিসি জানিয়েছে, অতীতে ‘জুস সাংগুইনিস’ বা রক্তসূত্র নীতির অধীনে খুব সহজেই নাগরিকত্ব প্রদান করা হতো। এর মাধ্যমে মূলত ১৮৬১ সালের ১৭ই মার্চের পরে বেঁচে থাকা কোনো ইতালীয় পূর্বপুরুষের উত্তরসূরি হলেই যে কেউ ইতালির নাগরিকত্ব পাওয়ার যোগ্য হতেন। কারণ ওই তারিখেই ইতালির রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল।

গতকাল মঙ্গলবার (২০শে মে) দেশটির সংসদে পাস হওয়া সংশোধিত আইনের অধীনে এখন থেকে নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীর বাবা-মা কিংবা দাদা-দাদির মধ্যে অন্তত একজনকে জন্মসূত্রে ইতালির নাগরিক হতে হবে।

দেশটির সরকার জানিয়েছে—এ পরিবর্তনের উদ্দেশ্য হলো বিদেশে বসবাসকারী ইতালীয়দের সঙ্গে দেশের প্রকৃত সংযোগকে শক্তিশালী করা, পাসপোর্ট ব্যবস্থার অপব্যবহার ও বাণিজ্যিকীকরণ রোধ করা এবং নাগরিকত্ব সংক্রান্ত জমে থাকা হাজার হাজার আবেদন দ্রুত নিষ্পত্তি করা।

সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালের শেষ থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত বিদেশে বসবাসকারী ইতালীয় নাগরিকের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটির ৬৪ লাখ নাগরিক বিদেশে অবস্থান করছেন।

চলতি বছরের মার্চের শেষে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার যখন নতুন আইনটি প্রস্তাব করে, তখন নাগরিকত্ব যাচাইয়ের জন্য ৬০ হাজারের বেশি আবেদনের আইনি প্রক্রিয়া বিচারাধীন ছিল।

তখন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল—এ পরিবর্তনের ফলে জনবলকে আরও কার্যকরভাবে ব্যবহার করে কনস্যুলার সেবা দেওয়া সম্ভব হবে শুধু তাদের জন্য, যাদের সঙ্গে ইতালির বাস্তব ও দৃঢ় সংযোগ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেছিলেন, ‘রক্তসূত্রে নাগরিকত্ব পাওয়ার মূলনীতি বিলুপ্ত হচ্ছে না, তবে নির্দিষ্ট সীমা আরোপ করা হবে যেন অপব্যবহার বা পাসপোর্টের বাণিজ্যিকীকরণ না হয়।’ তিনি আরও বলেন, ‘নাগরিকত্ব একটা ভারী বিষয় হওয়া উচিত।'

এইচ.এস/

ইতালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250