বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ *** পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম *** বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া *** আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে *** সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙা নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাইলেন মমতা *** এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত *** শিঙাড়া-জিলাপির জন্য সিগারেটের মতো সতর্কবার্তা দেখাবে ভারত *** নিজেকে মোটা ভাবা এক ধরনের মানসিক রোগ! *** তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার *** নিবন্ধন যাচাইয়ে এনসিপিসহ ১৪৪ দলই ফেল, সুযোগ পাচ্ছে সবাই

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে আমেরিকা। মঙ্গলবার (১৫ই জুলাই) এ তথ্য দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি। খবর এএফপির।

পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া থেকে আমেরিকার আমদানি করা পণ্যে ১৯ শতাংশ শুল্ক দিতে হবে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, ওই শুল্ক আগামী ১লা আগস্ট থেকে কার্যকর হবে। তবে মঙ্গলবার নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে, তা খোলাসা করেননি আমেরিকার প্রেসিডেন্ট।

গত ২রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। এ সময়ে ওই দেশগুলোকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য সময় দেন তিনি।

সেই সময়সীমা ৯ই জুলাই শেষ হয়। পরে চুক্তির জন্য আলোচনার সময় বাড়িয়ে ১লা আগস্ট করা হয়। এর মধ্যে আমেরিকার সঙ্গে শুধু ব্রিটেন ও ভিয়েতনামের চুক্তি হয়েছে। আর নতুন শুল্কের পরিমাণ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশকে চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন