সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

৩৭০ ধারা বাতিলের উপকার পেয়েছে জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলগুলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু শনিবার বলেন, ৩৭০ ধারা বাতিলের পর, সরকারি প্রকল্পের সুবিধা জম্মু ও কাশ্মীরের প্রতিটি ব্যক্তি পেয়েছে। জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রিওয়ায়াত হলে আয়োজিত একটি আইনি সহায়তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি। 

ভারত সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন ও কল্যাণমুখী কর্মসূচির বাস্তবায়ন মূল্যায়ন করাই তার সফরের উদ্দেশ্য বলে স্বীকার করেন তিনি। সরকারি সুবিধা এখানকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছেছে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

কাশ্মীরের হস্তশিল্প গুণগতমান এবং স্বতন্ত্রতার জন্য বিশ্ববিখ্যাত এবং কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করছে বলে জানান তিনি। 

তিনি বলেন, জাতীয় আইনি পরিষেবা, রাজ্য আইনি পরিষেবা এবং জেলা আইনি পরিষেবাগুলো একটি দল হিসেবে কাজ করছে।

ব্রিটিশ শাসনামলে কার্যকর হওয়া অপ্রয়োজনীয় আইন থেকে সাধারণ জনগণকে ত্রাণ দেওয়ার জন্য অনেক আইনই সংশোধন করা হয়েছে।

আরো পড়ুন: আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে মেঘালয়ের আনারস

মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন দপ্তর কর্তৃক সাজানো স্টলগুলো পরিদর্শন করে তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।

রাহুল গান্ধী প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেন, এখানে তারা উন্নয়ন প্রকল্পের জন্য এসেছেন। তারা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন। রাহুল গান্ধীর মতো নেতিবাচকতা ছড়াতে তিনি পছন্দ করেন না।

এ অনুষ্ঠানে উধমপুরের প্রিন্সিপাল, জেলা ও দায়রা জজ, ডিডিসি উধমপুরের চেয়ারম্যান লাল চন্দ, ডিডিসি উধমপুরের ভাইস চেয়ারম্যান, উধমপুরের ডেপুটি কমিশনার, বিডিসি চেয়ারম্যান, ডিডিসি সদস্যরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম এইচ ডি/ আই. কে. জে/ 

জম্মু-কাশ্মীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250