সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল

৩৭০ ধারা বাতিলের উপকার পেয়েছে জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলগুলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু শনিবার বলেন, ৩৭০ ধারা বাতিলের পর, সরকারি প্রকল্পের সুবিধা জম্মু ও কাশ্মীরের প্রতিটি ব্যক্তি পেয়েছে। জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রিওয়ায়াত হলে আয়োজিত একটি আইনি সহায়তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি। 

ভারত সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন ও কল্যাণমুখী কর্মসূচির বাস্তবায়ন মূল্যায়ন করাই তার সফরের উদ্দেশ্য বলে স্বীকার করেন তিনি। সরকারি সুবিধা এখানকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছেছে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

কাশ্মীরের হস্তশিল্প গুণগতমান এবং স্বতন্ত্রতার জন্য বিশ্ববিখ্যাত এবং কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করছে বলে জানান তিনি। 

তিনি বলেন, জাতীয় আইনি পরিষেবা, রাজ্য আইনি পরিষেবা এবং জেলা আইনি পরিষেবাগুলো একটি দল হিসেবে কাজ করছে।

ব্রিটিশ শাসনামলে কার্যকর হওয়া অপ্রয়োজনীয় আইন থেকে সাধারণ জনগণকে ত্রাণ দেওয়ার জন্য অনেক আইনই সংশোধন করা হয়েছে।

আরো পড়ুন: আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে মেঘালয়ের আনারস

মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন দপ্তর কর্তৃক সাজানো স্টলগুলো পরিদর্শন করে তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।

রাহুল গান্ধী প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেন, এখানে তারা উন্নয়ন প্রকল্পের জন্য এসেছেন। তারা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন। রাহুল গান্ধীর মতো নেতিবাচকতা ছড়াতে তিনি পছন্দ করেন না।

এ অনুষ্ঠানে উধমপুরের প্রিন্সিপাল, জেলা ও দায়রা জজ, ডিডিসি উধমপুরের চেয়ারম্যান লাল চন্দ, ডিডিসি উধমপুরের ভাইস চেয়ারম্যান, উধমপুরের ডেপুটি কমিশনার, বিডিসি চেয়ারম্যান, ডিডিসি সদস্যরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম এইচ ডি/ আই. কে. জে/ 

জম্মু-কাশ্মীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন