মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ *** ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: জয়শঙ্কর *** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

‘রকি অউর রানি’-র লাল গালিচায় ফের মেজাজ হারালেন জয়া বচ্চন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাগ তাঁর নাকের ডগায়। বলিউডে এ কথা কারও অজানা নয়। ছবি শিকারিদের সঙ্গে বরাবর আদায়-কাঁচকলায় সম্পর্ক তাঁর। মাঝরাস্তায় দাঁড়িয়ে বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন তাঁদের ধমক দিচ্ছেন, এমন দৃশ্যও দেখেছেন নেটাগরিকরা। নিজের ছবির প্রিমিয়ারেও তার ব্যতিক্রম হল না। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির লাল গালিচায় ফের চিত্রগ্রাহকদের উপরে চটে গেলেন জয়া।

চলতি সপ্তাহে মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাওয়ার সাত বছর পরে পরিচালকের আসনে ফিরেছেন করণ জোহর। এই ছবিতে গুরুত্বপূর্ণ এক ছবিতে অভিনয় করেছেন জয়া বচ্চন। মঙ্গলবার মায়ানগরীতে বসেছে ছবির প্রিমিয়ারের আসর।

সেখানে উপস্থিত ছিলেন জয়াও। লাল পোশাকে সেজে লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন অমিতাভ-জায়া। সেখানেই ভিড় জমিয়েছিলেন ছবিশিকারিরাও। ছবির জন্য তাঁরা বর্ষীয়ান অভিনেত্রীকে বার বার অনুরোধ করতে থাকেন। 

তাতেই ফের মেজাজ হারালেন জয়া। চিত্রগ্রাহীদের ঝাঁঝিয়ে তিনি বলে ওঠেন, ‘‘আস্তে! আমি কানে শুনতে পাই, কালা নই।’’ এ কথা বলার পরেও অবশ্য ছবি তোলার জন্য অপেক্ষা করেননি জয়া। মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও অভিষেক বচ্চন এসে পড়া মাত্রই এগিয়ে যান তিনি।

সম্প্রতি ‘রকি অউর রানি...’ ছবির একটি গানে জয়ার রগচটা রূপ দেখেছেন নেটাগরিকরা। ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে জয়াকে ফের চটে যেতে দেখে নেটাগরিকদের একাংশের দাবি, ছবির চরিত্রে আর বাস্তবের মধ্যে ফারাক বিশেষ নেই। অনেকে আবার মজা করে বলেছেন, ছবিতে ওই চরিত্রে অভিনয় করার জন্য জয়াকে বিশেষ কাঠখড় পোড়াতেও হয়নি।

আরও পড়ুন:  চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ

চলতি বছরে বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করেছেন করণ জোহর। সেই উপলক্ষেই পরিচালকের আসনে ফিরেছেন তিনি।  এই ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজ়মি, বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।

এসি/ আইকেজে 


জয়া বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন