মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

৮ সন্তান নিতে রুশ নারীদের পুতিনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নব্বই দশক থেকে রাশিয়ার জন্মহার কমছে। তবে এবার জন্মহার বৃদ্ধির চিন্তাভাবনা করছে বিশ্বের সবচেয়ে বড় দেশটি। সামনের দশকে তাদের লক্ষ্যই হবে জনসংখ্যা বাড়ানো। এ জন্য রুশ নারীদের অন্তত আটটি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শুক্রবার (১লা ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে এসব তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (২৮শে নভেম্বর) এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে পুতিন বলেন, আমাদের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী চার, পাঁচ বা তারও বেশি সন্তান নিয়ে যৌথ পরিবার প্রথা রক্ষা করেছে। আমাদের দাদা-দাদিরা সাত, আট বা তারও বেশি সন্তান নিতেন। আসুন আমরা এই অসাধারণ ঐতিহ্যকে রক্ষা করি। আমাদের সমাজে এই প্রথা ফিরিয়ে আনি। যৌথ পরিবারকে অবশ্যই আদর্শে পরিণত করতে হবে। বড় পরিবার কেবল রাষ্ট্র ও সমাজের ভিত্তি নয়, এটি একটি আধ্যাত্মিক বিষয়, নৈতিকতার উৎস।

তিনি বলেন, আগামী দশকে রাশিয়ার জনসংখ্যা রক্ষা ও বৃদ্ধি করা আমাদের লক্ষ্য হবে। এমনকি সামনের প্রজন্মের জন্যও এই লক্ষ্য থাকতে পারে। এটিই রাশিয়ার ভবিষ্যৎ।

আরো পড়ুন: নর্থ কোরিয়াকে আবারো আমেরিকার নিষেধাজ্ঞা

রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল এই সম্মেলনের আয়োজন করেন। এতে রাশিয়ার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

পুতিন এমন সময় দেশের জনসংখ্যা বৃদ্ধির ওপর জোর দিলেন যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩ লাখ নাগরিক হতাহত হয়েছে। তবে মঙ্গলবারের ভাষণে এ বিষয়ে কোনো কথা বলেননি পুতিন।

দ্য ইন্ডিপেনডেন্ট, এনডিটিভি

এসকে/ 


রাশিয়া সন্তান জন্মদান ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন