শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার *** জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’ *** টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ *** ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত *** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’

রাশিয়ার রাস্তায় ওয়াগনার গ্রুপ, মস্কোতে পদযাত্রার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনে ট্যাংক, সাঁজোয়া যুদ্ধযান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে অবরোধ করতে দেখা গেছে দেশটির বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের সেনাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।

ওয়াগনার প্রধান ইভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে ‘সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা’র অভিযোগ ওঠার পরে এমন চিত্র দেখা গেলো।

রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, শনিবার (২৪ জুন) সকালে প্রকাশিত একটি ক্লিপে দেখা গেছে, বেশ কয়েকজন সৈন্যের সঙ্গে একটি চৌরাস্তায় দুটি ট্যাংক দাঁড়িয়ে আছে। দূর থেকে একটি সামরিক ট্রাক ও সাঁজোয়া যুদ্ধযান দেখা যায়। ভিডিওটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার সদর দপ্তরের কাছে ধারণ করা হয়েছে।

আরেকটি ভিডিওতে রাস্তায় একটি রুশ যুদ্ধ ট্যাংক, বেশ কয়েকটি সাঁজোয়া যুদ্ধযান, জ্বালানি ও সামরিক সরঞ্জাম বোঝাই পিকআপ দেখা গেছে।

রোস্তভ-অন-ডন শহরের আরও বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সামরিক ইউনিফর্ম পরা সশস্ত্র ব্যক্তিরা রাস্তায় টহল দিচ্ছে এবং একটি পিকআপ ট্রাক রাস্তা অবরোধ করছে।

এসব সৈন্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনিচ্ছুক ছিল। ওয়াগনার বা রাশিয়ান সেনাবাহিনীর সদস্য কি না জানতে চাইলেও তারা তা জানায়নি।

এদিকে, এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, ওয়াগনার গ্রুপের প্রধান ইভগেনি প্রিগোজিনের বলেছেন, তাদের ২৫ হাজার সৈন্য রাশিয়ার ‘দুষ্ট সামরিক প্রধানদের’ সেনাবাহিনী থেকে বের করে দিতে মস্কোতে পদযাত্রা করবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের পথে কেউ বাধা দিলে তার বাহিনী তাদের ধ্বংস করবেন। তারা মস্কোর দিকে অগ্রসর হচ্ছেন।


ছবি: সংগৃহীত

তবে রুশ প্রেসিডেন্ট পুতিন বিষয়টিকে ভালোভাবে দেখছেন না। তিনি বলেছেন, ইভগেনি প্রিগোজিন গৃহযুদ্ধে উস্কানি দিচ্ছেন। তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ এনেছে মস্কো।

এর আগে শুক্রবার (২৪ জুন) ওয়াগনার প্রধান প্রিগোজিন ঘোষণা করেন, তার ২৫ হাজার সদস্যের শক্তিশালী বাহিনী রোস্তোভ-অন-ডন শহরের দিকে অগ্রসর হচ্ছে। তারা বিনা বাধায় সেখানে যেতে পেরেছেন।

প্রসঙ্গত, ওয়াগনার প্রধান প্রিগোজিন তার লোকদের উপর রুশ সৈন্যদের মিসাইল হামলার অভিযোগ তোলেন। তিনি ক্ষুব্ধ হয়ে মস্কোতে সামরিক পদযাত্রার ঘোষণা দেন। তাদের ওপর হামলা চালানো ‘দুষ্টু প্রতিরক্ষা প্রধানদের’ বিরুদ্ধে লড়াই করার জন্য মস্কোতে পদযাত্রা করতে চান বলে উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন: টাইটানিক দেখতে গিয়ে হারিয়ে যাওয়া টাইটানের যাত্রী কারা

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করেছে। সেইসঙ্গে ওয়াগনার প্রধানকে সবরকম ‘অবৈধ কার্যক্রম’ বন্ধের আহ্বান জানায়।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250