বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম কমলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গোটা বিশ্বে খাদ্যপণ্যের দাম ব্যাপক কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সূচকে দেখা গেছে, বিদায়ী বছরে বিশ্বব্যাপী বিভিন্ন খাবারের গড় দর অনেক হ্রাস পেয়েছে। ২০২২ সালের চেয়ে যা ১০ শতাংশ কম। 

বিশ্বজুড়ে খাদ্যশস্যের মূল্য পর্যবেক্ষণ করে এফএও সূচক। গত ডিসেম্বরে যা ছিল প্রায় ১১৮ দশমিক ৫ পয়েন্ট। আগের মাসের (নভেম্বর) চেয়ে তা ১ দশমিক ৫ শতাংশ কম।

আর সবমিলিয়ে ২০২৩ সালে ভোগ্যপণ্যের মূল্য নিম্নমুখী হয়েছে ১০ দশমিক ১ শতাংশ। আলোচ্য বছরে শুধু চিনির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। অনুকূল আবহাওয়ায় বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বেড়েছে। তবে প্রতিকূল পরিবেশে ভারত, থাইল্যান্ড, আর্জেন্টিনাসহ অন্যান্য কমেছে। ফলে এই ঊর্ধ্বমুখিতা সৃষ্টি হয়েছে। 

এছাড়া প্রায় সব পণ্যের দর কমেছে। বিশ্বজুড়ে সিরিয়েলের মূল্য হ্রাস পেয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এই নিম্নমুখিতা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি দরপতন ঘটেছে ভোজ্যতেলের। বার্ষিক হিসাবে যে হার ৩২ দশমিক ৭ শতাংশ। বিশ্বের বৃহৎ উৎপাদক ব্রাজিল, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনাসহ অন্যান্য দেশে উৎপাদন বাড়ায় এই নিম্নগামিতা সৃষ্টি হয়েছে।

এফএও সূচকে দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী মাংসের দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। আলোচিত বছরে দুগ্ধপণ্য দর হারিয়েছে ১৬ দশমিক ১ শতাংশ। উত্তর গোলার্ধ থেকে সরবরাহ বাড়ায় এই নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে।

সূত্র:রয়টার্স

ওআ/

খাদ্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন