প্রতীকী ছবি
সংস্কৃতি চর্চাকেন্দ্র ‘বাংলা আমার’ আয়োজন করতে যাচ্ছে আবৃত্তিসন্ধ্যা ‘হাসির বায়না।’শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বাংলা আমার-এর প্রধান নির্বাহী মেহেদী হাসান আকাশ বলেন, যান্ত্রিক এ শহরে আমরা হাসতে ভুলে গেছি। কবিতার হাস্যরস দিয়ে দর্শক-শ্রোতাদের মন ভরিয়ে দিতে বাংলা আমার-এর এই আয়োজন। অনুষ্ঠানে রম্য কবিতা ও রচনা পরিবেশনা করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আগত বাংলা আমার-এর অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী ও শিশুশিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কবি ও সাহিত্যিক মজিদ মাহমুদ। আলোচক হিসেবে থাকবেন বাংলা আমার-এর উপদেষ্টা বাংলা একাডেমির পরিচালক আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা আমার-এর উপদেষ্টা আবৃত্তিশিল্পী এবং সংবাদ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান।
আরো পড়ুন: মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া, ফ্যাশনে হতবাক ভক্তরা
এ ছাড়াও বিশেষ পর্বে রম্য কবিতা পরিবেশন করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী মীর বরকত, মজুমদার বিপ্লব, তামান্না তিথি, আজহারুল হক আজাদ, মাসকুর-এ-সাত্তার কল্লোল, আহসানউল্লাহ তমাল, মাসুম আজিজুল বাসার, সাফিয়া খন্দকার রেখা, মুনা চৌধুরী, প্রদ্যোত রায়, বনকুসুম বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান মেহেদী হাসান আকাশ।
এম/
খবরটি শেয়ার করুন