বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

নেইমারের মাথায় পপকর্ন ঢাললেন সমর্থক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ৭১ শতাংশ বল দখলে রেখেও ভেনেজুয়েলার বিপক্ষে শেষ পর্যন্ত জয় পায়নি ব্রাজিল। দ্বিতীয় হাফের শুরুতে এগিয়ে যাওয়ার পরও, ভেনেজুয়েলার শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা। ম্যাচ শেষে যখন টানেলে ফিরছিলেন নেইমার, তখন এক সমর্থক উপর থেকে তার মাথায় পপকর্ন ঢালেন। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রতিক্রিয়াও দেখান নেইমার।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমারের সহায়তায়ই ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। ৫০তম মিনিটে নেইমারের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। তবে শেষ মুহূর্তে ভেনেজুয়েলার ফুটবলার বেল্লোর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ড্রয়ের পর মাঠ ছাড়ার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে নেইমারকে। টানেলে ঢোকার মুখে নেইমারের মাথায় পপকর্নও ঢেলেছেন দর্শক। এ সময় তার মাথায় পপকর্নের প্যাকেটটিও ছুড়ে মারা হয়। এ ঘটনায় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে দেখা যায় নেইমারকে। এরপর উচ্চস্বরে রাগান্বিত হয়ে কিছু বলতেও দেখা যায় নেইমারকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এ দৃশ্য।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে এই প্রথম পয়েন্ট হারাল ব্রাজিল। প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল তারা। পয়েন্ট হারানোর ফলে টেবিলের দুইয়েই থাকল সেলেসাওরা। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।         

এসকে/ 

নেইমার ব্রাজিল পপকর্ন ভেনেজুয়েলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন