বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

নিরাপদে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া যাত্রীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই বিমানবন্দরে আটকে পড়া ২৫১ যাত্রীকে দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৫৫ মিনিটে ২১১ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে বিমানের ওই উড়োজাজটি। এর আগে জরুরি ভিত্তিতে ২৬ জন যাত্রীকে অন্য এয়ারলাইন্সে ঢাকায় পাঠানো হয়েছিল। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার লিপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিমানের দুবাই-ঢাকা ফ্লাইট যান্ত্রিক ক্রুটির কারণে আটকা পড়েছিলেন। দুবাইয়ে আটকা পড়া যাত্রীদের বিমানের পক্ষ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মেরামত শেষে বিমানটি আজ ঢাকায় পৌঁছেছে। 

তবে একাধিক যাত্রীর অভিযোগ, দুবাইয়ে বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের তেমন খোঁজ-খবর নেননি সেখানে কর্মরত বিমান কর্মকর্তারা। 

নাছরিন সুলতানা নামে যাত্রী জানান, বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর যাত্রীদের ডাক-চিৎকারে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেন বিমানকর্মীরা। 

ভুক্তভোগী যাত্রীদের কয়েকজন অভিযোগ জানান, বিমান কর্মকর্তারা বিজনেস ক্লাসের ২-১ জন যাত্রীর খোঁজ-খবর নিলেও সাধারণ যাত্রীদের খোঁজ-খবর নেননি।

এসকে/ 


বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই আটকে পড়া যাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন