মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ *** ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: জয়শঙ্কর *** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

একসাথে বাস করছেন বিজয়-রাশ্মিকা, বিয়ে করছেন কবে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

এই ফেব্রুয়ারিতেই বাগদান সেরে ফেলবেন দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা এবং রাশ্মিকা মান্দানা এমনই গুঞ্জন ছিল।  তবে হঠাৎ করেই নতুন খবর শোনা যাচ্ছে এই জুটিকে ঘিরে। বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন দুজন।

তবে এই মুহুর্তে বাগদানের প্রয়োজন বোধ করছেন না তারা। এছাড়াও দুজনেই এই মুহূর্তে নিজেদের কাজের দিকে মনোনিবেশ করছেন। পেশাগত ব্যস্ততায় রয়েছেন। তাই শিগগিরই বাগদানের পরিকল্পনা নেই তাদের।

এর আগে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে আসে যে এই জুটি নাকি শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ফেব্রুয়ারির মাসের দ্বিতীয় সপ্তাহে বাগদান সারতে পারেন তারা। তবে সবকিছুই হবে খুব গোপনে। একান্ত কাছের কিছু মানুষদেরকে নিয়ে।

আর তারপরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে অনুরাগীদের জন্য। তবে সেইসব গুঞ্জন তাহলে শেষ পর্যন্ত গুঞ্জন হয়েই থেকে যাচ্ছে। যদিও এই জুটির বিয়ের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন উভয়ের ভক্ত অনুরাগীরা।

আরো পড়ুন: ‘কেন্দে দিয়েছি মানে’, লুবাবাকে রাখি সাওয়ান্তের প্রশ্ন

২০১৮ সালে তেলুগু ফিল্ম ‘গীথা গোবিন্দম’-এ কাজ করার সময় রাশ্মিকা এবং বিজয়ের মধ্যে প্রেম শুরু হয়েছিল। তারা দুজনে সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ভক্তরা তাদের অন স্ক্রিন রসায়নকে দারুণভাবে গ্রহণ করেছিল। সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। এরপর ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মুগ্ধ করেছেন বিজয়-রাশ্মিকা। এর পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরো তীব্রভাবে ছড়িয়ে পড়ে মিডিয়ায়। 

একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গেছে ডেটিংয়ে। মালদ্বীপ, ভুটানসহ একাধিক সফরে দুজন একসঙ্গেই গেছেন। যদিও এখন পর্যন্ত প্রক্যাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই, তবে ঘনিষ্ঠ সূত্র অনুসারে, বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন দুজন।

এসি/ আই.কে.জে/



বিজয় রাশ্মিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন