বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

আগামী বছরে বলিউডে আসছে নতুন জুটির ধামাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

২০২৩ সালে ‘পাঠান’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’ ‘অ্যানিমেল’ ‘ডানকি’ এর মতো ছবিগুলো রেকর্ড ব্যবসা করেছে। সবাই চাইছেন, আগামী বছরেও এমনই সাফল্য আসুক।

মূলত, মুখ থুবড়ে পড়া বলিউড যেন চলতি বছর প্রাণ ফিরে পেল নতুন নতুন হিট সিনেমা উপহার দিয়ে। ২০২৩ এর মতো এ যাত্রা অব্যাহত থাকবে ২০২৪ এ এমন প্রত্যাশা নিয়ে আশায় বুক বেঁধেছেন দর্শকরা। 

২০২৪ সালে সিনেমার ব্যবসা কেমন হবে, তা মুক্তির আগে নিশ্চিতভাবে বলা না গেলেও বেশ কিছু নতুন জুটি আশা দেখাচ্ছে। এ তালিকায় রয়েছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি, শাহিদ কাপুর-কৃতি শ্যাননের নাম। দেখা যাক কারা আসছেন নতুন কোন ধামাকা নিয়ে।

হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন (ফাইটার)

২০২৪ সালের শুরুতেই আসছে বড় ধামাকা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’। ছবিটি ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন (যুদ্ধবিমান সংক্রান্ত)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার-গান। যেখানে দুই অভিনেতা-অভিনেত্রীর কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকদের। পুরো ছবিতেও তাদের অভিনয় যে সবার পছন্দ হবে, এমনটা আশা রাখাই যায়।

আরো পড়ুন: ২০২৩ এ বলিউডে যা ঘটল

ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি (মেরি ক্রিসমাস)

শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের ছবি মানেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে থাকবে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার ওপর ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি।

পরিচালকের প্রত্যেকটি ছবির বিষয়বস্তুতেই ভিন্নস্বাদের হয়। ‘মেরি ক্রিসমাস’-এও শ্রীরাম রাঘবন যে নতুন কিছুর ছোঁয়া দেবেন, তা বলাই বাহুল্য। তবে সবকিছুর মধ্যেও নতুন জুটি নিয়ে বেশি আলোচনা চলছে।

শাহিদ কাপুর-কৃতি শ্যানন (আনটাইটেলড)

প্রযোজক দীনেশ ভিজানের নতুন ছবিতে এই জুটিকে দেখা যাবে। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। আপাতত জোরকদমে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরুর কথা। বলিউড সূত্রে খবর, ২০২৪-এই বড়পর্দায় মুক্তি পাবে শাহিদ-কৃতি জুটির প্রথম ছবি।

এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন জুটির ছবি বলিউডে আসতে চলেছে আগামী বছর। ভিকি কৌশলের সঙ্গে প্রথমবার আসতে চলেছেন দক্ষিণী (বর্তমানে বলিউডেও) তারকা রাশমিকা মান্দানা।

সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নাকে প্রথমবার জুটিতে দেখা যাবে ‘যোদ্ধা’ ছবিতে। আবার ‘হিরো নম্বর ওয়ান’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে বড়পর্দায় ডেবিউ করবেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশন।

এসি/ / আই.কে.জে

বলিউড নতুন জুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন