শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

২১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২১০০ পিস ইয়াবাসহ মো. আসিফ মিয়া ওরফে হাসু (৩২) এবং মো. ফারুক শেখ (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তাদেরকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ও সজ্জনকান্দা এলাকা থেকে আটক করা হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা  গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৩০ মিনিটে পৌরসভার বিনোদপুরের মো. আসিফ মিয়া ওরফে হাসুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২৮টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।”

তিনি আরো বলেন, “পরে আসিফের দেওয়া তথ্য অনুযায়ী বিকাল সাড়ে ৪টায় পৌরসভার সজ্জনকান্দা এলাকার মো. ফারুক শেখকে তার বসতবাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।”

পরে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। 

এম.এস.এইচ/ 

রাজবাড়ী আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন