শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

২১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২১০০ পিস ইয়াবাসহ মো. আসিফ মিয়া ওরফে হাসু (৩২) এবং মো. ফারুক শেখ (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তাদেরকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ও সজ্জনকান্দা এলাকা থেকে আটক করা হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা  গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৩০ মিনিটে পৌরসভার বিনোদপুরের মো. আসিফ মিয়া ওরফে হাসুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২৮টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।”

তিনি আরো বলেন, “পরে আসিফের দেওয়া তথ্য অনুযায়ী বিকাল সাড়ে ৪টায় পৌরসভার সজ্জনকান্দা এলাকার মো. ফারুক শেখকে তার বসতবাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।”

পরে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। 

এম.এস.এইচ/ 

রাজবাড়ী আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250