বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

সৃজনশীল ক্যারিয়ার গড়ার টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকের ক্যরিয়ার নিয়ে তেমন কোনো ভাবনা থাকে না, আবার অনেকে অনেক দুশ্চিন্তায় থাকেন। কিন্তু কর্মজীবনের স্বপ্নগুলো সবচেয়ে শক্তিশালী হয় তাদেরই, যারা কাজের প্রতি সৃজনশীল। কিন্তু সেই স্বপ্ন কি বাস্তব করা সম্ভব? অনেক মানুষ আছে, যারা তাদের স্বপ্ন ছেড়ে দেয় পূরণ না হওয়ার ভয়ে। তাহলে আপনি কীভাবে এমন একটি ক্যারিয়ার গড়ে তুলবেন যেখানে সৃজনশীলতা, প্রতিভা, দক্ষতা বিকাশের মাধ্যমে সফল হওয়া সম্ভব হবে। চলুন জেনে নেওয়া যাক আপনার স্বপ্ন পূরণ করে সফল ও সৃজনশীল ক্যারিয়ার গড়ার টিপস-

ক্যারিয়ার কোন দিকে যাবে?

আপনার ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা অনুসারে চলা জরুরি। আপনি আপনার ক্যারিয়ার কোন দিকে নিতে চান তা নিয়ে ভাবুন। আপনি কী করতে ভালোবাসেন বা আপনার কী করতে ভালো লাগে? ক্যারিয়ারে নতুন কিছু শেখার জন্য বা নতুন ধারণার জন্য চেষ্টা করুন। আপনি যে কাজে ভালো তার চর্চা করুন, কাজের গতি বাড়ান এবং কাজের প্রতি দৃঢ় থাকুন।

সময় নিন

একটি সৃজনশীল ক্যারিয়ারে স্বাবলম্বী হতে কিছুটা সময় লাগে। তাই হাতে সময় নিয়ে তবেই নামুন সৃজনশীল ক্যারিয়ার গঠনে।

আরো পড়ুন : বিয়ের জন্য কি প্রস্তুত আপনি?

অনুপ্রেরণা

আপনি আপনার কাজের প্রতি সৃজনশীল কিন্তু কী করবেন, কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পারছেন না? আপনার কার কাজ ভালো লাগে, কে আপনাকে অনুপ্রাণিত করে? যারা এরকম রয়েছে, তাদের সফলাতার ধরন অনুসরণ করুন, তাদের ব্লগ পড়ুন, সোশ্যাল মিডিয়াতে তাদের অনুসরণ করুন। সুযোগ থাকলে তাদের সাথে সাক্ষাৎ করে কথা বলুন এবং তাদের কাছ থেকে শিখুন। এছাড়াও আপনার কাজ সম্পর্কিত কোনো ইভেন্ট, সেমিনার বা ওয়ার্কশপে যাওয়ার মাধ্যমেও জানতে বা শিখতে পারেন। যদি সম্ভব হয় যারা নিজের সৃজনশীল প্রতিভা দিয়ে জীবিকা নির্বাহ করে তাদের সঙ্গে কথা বলুন ও তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানুন।

ইন্টার্নশিপ

ইন্টার্নশিপ-এর মানে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা। যেখানে শেখার সুযোগ থাকে এবং বেতন গুরুত্বপূর্ণ নয়। কারণ ইন্টার্নশিপ করার মূল উদ্দেশ্য হলো, সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকা, কঠোর পরিশ্রম করা, কাজে ব্যস্ত থাকা, সবার সঙ্গে ভালো আচরণ করা, কাজের সঙ্গে সম্পর্কিত নতুন বিষয় শেখার চেষ্টা করা। আপনি ইন্টার্নশিপ সেখানেই করবেন যেখানে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারবেন এবং ক্যারিয়ার গড়ে ওঠার পরে নিজের কাজের জন্য খ্যাতিও অর্জন করতে পারবেন। 

অনেকের মধ্যে একজন

সৃজনশীল কর্মজীবনে সাফল্য আসতে একটু সময় লাগে। তাই অনেক বাধা আসা সত্ত্বেও হাল না ছেড়ে দিয়ে লক্ষ্যে অটুট থাকা চাই। একটি সৃজনশীল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রত্যাখ্যান, সমালোচনা এবং বিপত্তির মুখোমুখি হতে হয়। এজন্য সৃজনশীল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে দৃঢ় মানসিক মনোভাব এবং কাজের চ্যালেঞ্জ পার করার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। যা আপনাকে অনেকের মধ্যে একজন হতে সাহায্য করবে।

এস/ আই. কে. জে/

টিপস ক্যারিয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন