শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

লিঙ্গ পরিবর্তন নিয়ে যুগান্তকারী আইন আনছে জার্মানি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

লিঙ্গ পরিবর্তনের আইন অত্যন্ত জটিল ছিল জার্মানিতে। এবার তা অনেক সহজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। জার্মান পার্লামেন্টে বিলটি পেশ করা হয়েছে। পার্লামেন্টে পাশ হলেই তা আইনে পরিণত হবে। এর ফলে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হওয়া অনেক সহজ হবে বলে মনে করছেন জার্মানির পরিবার বিষয়ক মন্ত্রী।

মন্ত্রী লিসা পস জানিয়েছেন, আগের আইনটি বহু বছরের পুরনো। সেখানে নিয়ম ছিল, লিঙ্গ পরিবর্তন করতে হলে বিশেষ অথোরাইজেশন নিতে হবে। এরপর আদালতে গিয়ে আপিল করতে হবে। নতুন আইনে এই বিষয়গুলো নেই।

১৪ বছরের নিচে কেউ লিঙ্গ পরিবর্তন করতে চাইলে অভিভাবককে সঙ্গে নিয়ে ডিক্লারেশন দিতে হবে। ১৪ বছরের বেশি হলে নিজেই ডিক্লারেশন দিতে পারবে, তবে অভিভাবকের সম্মতিসূচক একটি চিঠি লাগবে।

ফলে এলজিবিটিকিউ আন্দোলনকারীদের জয় হল বলেই মনে করছেন অনেকে। প্রাথমিকভাবে এলজিবিটিকিউ নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে পুরো ড্রাফট পড়ে তারা পরবর্তী মন্তব্য করবেন বলে জানিয়েছেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই জানিয়েছিল, সুযোগ পেলে তারা এই আইনের পরিবর্তন করবে। ২০২২ সালেই নতুন বিলের খসড়া তৈরি হয়েছিল। অবশেষে তা পার্লামেন্টে আনা হল। তবে জার্মান সমাজের মধ্যে এই বিল নিয়ে মতান্তর আছে।

আরো পড়ুন: ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা

এক শ্রেণির মানুষ এই বিলকে স্বাগত জানালেও রক্ষণশীল সমাজ এর প্রতিবাদ করছে। এর ফলে সামাজের ভারসাম্য ব্যাহত হবে বলেও মনে করছেন অনেকে। এ বিষয়ে ২০২২ সালেই একটি সমীক্ষা হয়েছিল। সেখানেই এই বিপরীতধর্মী মত উঠে এসেছে।

এম এইচ ডি/

জার্মানি আইন আদালত সমলিঙ্গ রক্ষণশীল সমাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250