বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর *** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের

রামচরণ কি তবে প্রিয়ঙ্কার গোপন প্রেম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এস এস রাজামৌলী পরিচালিত ছবি ‘আরআরআর’ নিয়ে বছরভর এত মাতামাতি হল, অস্কার এনে দিল এই ছবির গান, অথচ প্রিয়ঙ্কা চোপড়া জানালেন, ছবিটি তাঁর দেখা হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দেশি গার্ল’ কথাটা স্বীকারই করে নিলেন। নানা ভাবে এই ছবির পাশে থাকলেও কেন দেখেননি ‘আরআরআর’? জিজ্ঞাসা করতে অপ্রতিভ নিক-ঘরনি। জানালেন, টেলিভিশন অনুষ্ঠানই বেশি দেখা হয়। সিনেমা দেখার সময় কোথায়?

চলতি বছর অস্কার মঞ্চে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি সম্মানিত হয়েছে। লস অ্যাঞ্জেলেসে রেড কার্পেটে পারফর্ম করেছেন দক্ষিণ এনটিআর জুনিয়র এবং রামচরণ। মন ছুঁয়ে গিয়েছেন আন্তর্জাতিক দর্শকের। ভারতকে গর্বিত করা ‘আরআরআর’-এর প্রচারে উদ্যোগী হতে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কাকেও।

বিয়ের পর আমেরিকার নাগরিক হয়েছেন প্রিয়ঙ্কা। নিজের দেশে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা, “আমি যতটুকু করতে পারি, করেছি। অসাধারণ একটি ভারতীয় সিনেমার যাত্রায় সামান্য কিছু অবদান রাখলাম। অনেক শুভেচ্ছা ‘আরআরআর’।”

আরো পড়ুন: ছবিপিছু নেন ১০০ কোটি রুপি, তবুও থাকেন এক কামরার ফ্ল্যাটে

বলিউডে দু’দশক কাজ করার পর হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন প্রিয়ঙ্কা। ব্র্যাড পিট তাঁর ছোটবেলার ক্রাশ ছিলেন, এ কথা অনেক বারই বলেছেন। পরে জানা গিয়েছে, রাম চরণকেও বেশ পছন্দ করেন প্রিয়ঙ্কা।

দু’জনের মধ্যে কি তুলনা সম্ভব? রামের সঙ্গে পর্দা ভাগ করেছেন প্রিয়ঙ্কা ‘জঞ্জির’ ছবিতে। অস্কারের পর প্যারামাউন্ট পিকচার্স স্টুডিয়োর আয়োজনে এক চলচ্চিত্র উৎসব হয়েছিল হলিউডে, তার সঞ্চালক ছিলেন প্রিয়ঙ্কা। সেখানেও আমন্ত্রণ জানিয়েছিলেন সপরিবার রাম চরণকে।

ব্র্যাড পিট বেশি আকর্ষণীয়, না রাম? জিজ্ঞাসা করতে প্রিয়ঙ্কা জবাব এড়িয়ে যেতে চাইলেন শুরুতে। পরে বললেন, “রামের ক্যারিশমা আলাদাই। ব্র্যাড পিটকে ব্যক্তিগত ভাবে আমি চিনি না, তবে রামের কথা বলতে পারি। মানুষ হিসাবে তিনি অসাধারণ।” শুধু তা-ই নয়, প্রিয়ঙ্কার লস অ্যাঞ্জেলেসের বাড়িতেও অতিথি হয়ে এসেছেন রাম এবং তাঁর স্ত্রী উপাসনা।

এসি/ আইকেজে 

রামচরণ প্রিয়ঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250